সেই ২০১৬ সালের জানুয়ারি মাসে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য জুড়ে ৬০০০ শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তারপর থেকে দীর্ঘ সাত বছর কেটে গিয়েছে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে অধির অপেক্ষায় বসে থাকার পর রাজ্যের বেকার গ্ৰুপ ‘ডি’ চাকরিপ্রার্থীরা এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলেন। তারা ধরে নিয়েছিলেন যে এই ধরনের বিপুল সংখ্যক পদে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বুঝি আর কোনো দিন প্রকাশিত হবে না। তবে তাদের সেই ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যে ১২ হাজার শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের অন্তর্গত যে কোনো জেলা থেকেই ছেলে মেয়ে উভয় বেকার চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এখানে খুবই কম যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। নীচে এই নিয়োগ সম্পর্কিত খুঁটিনাটি বিষয় গুলির সন্বন্ধে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থার নাম:-
সদ্য গঠিত হওয়া বোর্ড ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন(WBSSC) পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই এই নিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আবেদন পত্র জমা নেওয়া থেকে শুরু করে চাকরিতে নিয়োগ করা পর্যন্ত পুরোটাই পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন(WBSSC)।
নিয়োগের স্থান ও শূন্যপদের নাম:-
দীর্ঘদিন পর রাজ্য সরকার অধীনস্থ পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি অফিস গুলিতে বিভিন্ন ধরনের গ্ৰুপ ‘ডি’ পদে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:-
২০১৬ সালে ৬০০০ গ্ৰুপ ‘ডি’ পদে কর্মী নিয়োগ সম্পন্ন হওয়ার করার পর মন্ত্রীসভার নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের গ্ৰুপ ‘ডি’ রিক্রুটমেন্ট বোর্ডটি তুলে দেওয়া হয়েছিল। তারপর সম্প্রতি কিছুদিন আগেই আবারও নতুন করে রাজ্যে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন(WBSSC) বোর্ড গঠন করা হয়েছে। এবং এই বোর্ডের তরফ থেকে ১২ হাজার গ্ৰুপ ‘ডি’কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এখানে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
• আবেদনের ক্ষেত্রে শুরুতেই আবেদনকারীকে WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা নিম্নে আমদের চ্যানেলের পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইট এর যে লিঙ্ক দেওয়া হয়েছে তাতে সরাসরি ক্লিক করতে হবে।
• ওয়েবসাইটে যাওয়ার পর প্রথমে নিজের সম্পর্কে প্রয়োজন মতো তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
• রেজিস্ট্রেশন এর পর সংশ্লিষ্ট বোর্ডের দেওয়া ইউসার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
• তারপর অনলাইন আবেদন পত্র পূরণ করতে হবে ও তার সঙ্গে সঙ্গে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে ও নির্ধারিত আবেদন মূল্য জমা দিতে হবে।
• সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শেষ।
নির্বাচন পদ্ধতি:-
পূর্বের নিয়মেই এবারেও আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর সকল আবেদনকারী প্রার্থীদের প্রথমে MCQ টাইপ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরবর্তী ধাপে এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ধাপ দুটি Complete হলে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে WBSSC এর তরফ থেকে। সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেবে রাজ্য সরকার।
শিক্ষাগত যোগ্যতা:-
এখানে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে খুবই কম শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করা হয়েছে। এক্ষেত্রে যে কোনো সরকারি স্কুল থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করা যাবে। তবে অষ্টম শ্রেণী পাসে নিয়োগ করা হলেও উচ্চশিক্ষিত রাও এখানে চাকরির জন্য আবেদনের যোগ্য।
বয়সের মানদন্ড:-
বয়সসীমাও আগের নিয়ম অনুযায়ী ই রাখা হয়েছে। এক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর থেকে শুরু করে সর্বাধিক ৪০ বছর বয়সী বেকার চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। তার সঙ্গে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন স্কেল:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কর্মীদের রাজ্য সরকারের পূর্বের গ্ৰুপ ‘ডি’ লেভেলের বেতন স্কেল অনুযায়ীই বেতন দেওয়া হবে।
এই প্রতিবেদনটি পড়ার পরেও যদি কারোর এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কিছু জানার থাকে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে এই নিয়োগের লিঙ্কে করে সেখান থেকে পড়ে জেনে নেবেন।