Ration Dealer Shop Job – রাজ্যে প্রচুর রেশন ডিলার নিয়োগ, এইভাবে আবেদন করলেই পাবেন লাইসেন্স

 

সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে সরকারি হোক বা বেসরকারি চাকরির যা বাজার তাতে করে চাকরি পাওয়ার সম্ভবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু চাকরি না পেলেও বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষেরই কোনো না কোনো জীবিকার প্রয়োজন হয়। বেকার হয়ে তো আর সারাটা জীবন চলতে পারে না। তাই অনেকেই চাকরির বিকল্প হিসেবে ব্যাবসাকেই নিজের জীবিকা হিসেবে বেছে নিতে চান। কিন্তু ব্যাবসা করার পরিকল্পনা করলেও কোন ব্যাবসা করলে দ্রুত লাভবান হওয়া যাবে সেটাই বুঝে উঠতে পারেন না। ফলে ব্যাবসাও শুরু করতে পারেন না। সেই কারণেই আমরা আজ এমন একটি দুর্দান্ত ও লাভজনক ব্যাবসার সন্বন্ধে আপনাদের জানাতে চলেছি যেখানে আপনি নিজের এলাকায় থেকেই সরকারের তত্ত্বাবধানে এই ব্যাবসাটি করতে পারবেন। এবং অতি দ্রুত অধিক লাভবান হতে পারবেন। এই ব্যাবসার সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হল এক্ষেত্রে আপনাকে এদিকে সেদিকে ঘুরে ব্যাবসার পন্য সামগ্রী বিক্রির জন্য গ্ৰাহক খুঁজতে হবে না। উল্টে গ্ৰাহকেরাই আপনাকে খুঁজে নেবেন। তাহলে চলুন আর দেরি না করে এই ব্যাবসার সন্বন্ধে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

       আজ যে ব্যাবসাটির সন্বন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি সেটির বিষয়ে হয়তো আপনারা অনেকেই জানেন। তবে তা শুরু করার জন্য কি কি পদ্ধতি অনুসরণ করতে হয় সেই বিষয়ে অবগত নন। আর সেই কারণেই ব্যাবসাটি শুরু করতে পারেন না। সেই সকল বেকারদের এই ব্যাবসাটির বিষয়ে বিস্তারিত ভাবে জানাতেই রইল আমাদের আজকের এই প্রতিবেদন। 

         যে ব্যাবসার কথা আমরা এতক্ষণ ধরে বলে চলেছি তা হল রেশন ডিলার শিপের ব্যাবসা। এই ব্যাবসা যদি আপনি একবার খুলতে পারেন তাহলেই আর দেখে কে। অল্প কিছুদিনের মধ্যেই আপনি বড়োসড়ো লাভের অধিকারী হয়ে উঠতে পারবেন। এক্ষেত্রে আপনি নিজের বাসস্থানের এলাকাতেই রেশন শপ খুলতে পারবেন। তবে তার জন্য সরকারের কাছ থেকে আপনাকে লাইসেন্স নিতে হবে। তাহলে এবারে জেনে নেওয়া যাক যে এই রেশন ডিলার শিপ নেওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে। 

রেশন ডিলার শিপ নেওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-

        

রেশন শপ খোলার জন্য সরকারের কাছ থেকে লাইসেন্স পেতে আবেদন করতে হলে যে যে যোগ্যতা গুলি থাকতে হবে সেগুলি হল-

* আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।

* আবেদনকারীকে অবশ্যই ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে।

* আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট মহকুমার একজন স্থায়ী নাগরিক হতে হবে।

* যে কোনো সমবায় সমিতি/সেলফ হেল্প গ্ৰুপ/যে কোনো স্বীকৃত পার্টনার শিপ ফার্মের যে কোনো সদস্য বা গ্ৰুপ রেশন ডিলার শিপ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া ও আবেদন মূল্য:-

রেশন শপ খুলতে রেশন ডিলার শিপ নেওয়ার জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে। যেমন-

* আবেদনের ক্ষেত্রে প্রথমেই পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.food.wb.gov.in এ যেতে হবে।

* তারপর সেখানে রেজিস্ট্রেশন এর লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।

* রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে যে User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

* তারপর Form-C অপশনে ক্লিক করলে একটি অনলাইন আবেদন পত্র আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে সাথে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন মূল্য হিসেবে ১০০০ টাকা জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

      এছাড়াও আপনি যে জেলায় বসবাস করেন সেখানকার স্থানীয় খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসে গিয়ে সেখানেও আবেদন পত্র জমা করতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

রেশন ডিলার শিপ নেওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জমা দিতে হবে সেগুলি হল-

* দেশ তথা রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড।

* বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।

* শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।

* রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

* ডিলারশিপ নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে সক্ষম তার প্রমাণ পত্র।

* বিগত ৩ বছরের ইনকাম ট্যাক্স জমা দেওয়ার রিসিপ্ট কপি।

* অডিট রিপোর্ট এর ফটো কপি।

আবেদন করার শেষ তারিখ:-

রেশন ডিলার শিপ নেওয়ার জন্য আপনি সব সময় ই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদন শুরু ও শেষের কোনো রুপ সময় সীমা বেঁধে দেওয়া হয়নি।


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment