মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ দপ্তরে প্রচুর সংখ্যক গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩০,০০০ টাকা | Govt Job Recruitment

 

সারা দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও এক নতুন নিয়োগের সুসংবাদ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ইন্ডিয়ান নেভির তরফ থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় সারা দেশ জুড়ে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতে স্থায়ীভাবে বসবাসকারী যে কোনো বেকার চাকরিপ্রার্থী ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকলেই যে কোনো রাজ্যের যে কোনো জায়গা থেকে এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।  নীচে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য যেমন শূন্যপদের নাম, বয়সসীমা, বেতনের পরিমাণ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল। 

শূন্যপদের নাম:-

ইন্ডিয়ান নেভির তরফ থেকে সারা দেশ জুড়ে প্রচুর সংখ্যক Agniveer নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-

এই Agniveer পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত যে কোনো বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে শারীরিক ভাবে সক্ষম ও বলিষ্ঠ চেহারার অধিকারী হতে হবে। তবে উচ্চশিক্ষিতরাও এখানে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। 

বয়সের মাপদন্ড:-

এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৭ বছর বয়স হতে হবে।

মাসিক বেতনের পরিমাণ:-

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীদের নিয়োগের প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর চতুর্থ বছর হয়ে গেলেই তখন থেকে প্রতি মাসে ৪০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। 

আবেদন করার নিয়মাবলী:-

এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট agniveernavy.cdac.in এ যেতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন এর লিঙ্কে ক্লিক করে প্রয়োজন মতো তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে যাবতীয় সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত পরিমাণ আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন হয়ে যাবে। 

প্রয়োজনীয় নথীপত্র:-

আবেদন সময় যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি আপলোড করতে হবে সেগুলি হল-

* বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড স্ক্যান করা।

* দেশের স্থায়ী নাগরিকত্বের প্রমান পত্র হিসেবে আধার কার্ড স্ক্যান করা।

* মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা ‌‌‌‌‌।

* জাতিগত সংশাপত্র যদি থাকে তাহলে স্ক্যান করা।

* মেডিকেল ফিটনেস সার্টিফিকেট স্ক্যান করা।

* এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

* আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

নিয়োগ পদ্ধতি:-

ইন্ডিয়ান নেভির তরফে প্রকাশিত Agniveer পদে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে বাছাই করা হবে। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে তাদেরকে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। শেষমেষ এই দুটি ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যাদেরকে যোগ্য বলে মনে করা হবে তাদেরকে ইন্ডিয়ান নেভির অধীনে Agniveer পদে নিয়োগ করা হবে। 

শূন্যপদের সংখ্যা:-

সারা দেশ মিলিয়ে এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ১০০ টি। যার মধ্যে মহিলাদের জন্য বরাদ্দ শূন্যপদের সংখ্যা হল ২০ টি। 

আবেদন মূল্যের পরিমাণ:-

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় জেনারেল ক্যাটাগরির পুরুষ প্রার্থীদেরকে ৫৫০ টাকা এবং তার সঙ্গে ১৮ শতাংশ GST হিসেবে আবেদন মূল্য জমা দিতে হবে। তবে সকল প্রকার সংরক্ষিত শ্রেনীর প্রার্থী ও মহিলা প্রার্থীদেরকে কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ:-

সংশ্লিষ্ট শূন্যপদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে খুব শীঘ্রই অর্থাৎ আগামী ২৯/০৫/২০২৩ থেকে তা শুরু হবে এবং তা চলবে আগামী ১৫/০৬/২০১৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন তা না হলে সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে ‌।


OFFICIAL WEBSTE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment