২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের বিশাল বড় রায়, জানুন বিস্তারিত – SSC Recruitment Case Hearing

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত নেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। আজকের এই শুনানিতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকার ও এসএসসি দপ্তরকে। ১০:৩৫ মিনিটে প্রথম দফার শুনানি শুরু হয় বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। প্রথম দফার শুনানির পরে মাঝখানে কিছুটা সময় বিরতি হয় এবং পরবর্তীকালে শুরু হয় আবার দ্বিতীয় দফার শুনানি। এখানে বিচারপতি বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকার ও এসএসসি দপ্তরকে এবং সুপ্রিম কোর্টের রায় বহাল থাকার কথা উঠে। কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে নাকি যোগ্য ও অযোগ্য বিবেচনা করতে সুপ্রিম কোর্টের তরফ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হবে এই প্রশ্নের অপেক্ষায় ছিলেন আজ সারাদিন এসএসসি চাকরি প্রার্থীরা।

তবে আজ সুপ্রিম কোর্টে এসএসসির তরফ থেকে বলা হয়েছে কিছুটা অনিয়ম হয়েছে তবে পরীক্ষায় বসেছিল ২৬ লক্ষ চাকরিপ্রার্থী যার মধ্যে সামান্য অনিয়মের কথা বলেছেন। এসএসসি তরফ থেকে বলা হয়েছে কিছুটা অনিয়ম হলেও পূরণ নিয়োগ প্যানেলে অনিয়ম হয়নি। এসএসসি তরফ থেকে আরো জানানো হয়েছে 26 লক্ষ চারটি প্রার্থীর OMR সংরক্ষণ করে রাখা সম্ভব ছিল না এসএসসির পক্ষে তাই ওএমআর সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল অন্য সংস্থাকে।

তবে বিচারপতি এসএসসির জবাবে খুশি হয়নি। এসএসসি দপ্তরকে প্রশ্ন করা হয়েছে কি করে আপনারা এত বড় তথ্য অন্যের হাতে তুলে দিলেন? কিভাবে পারলে এটা করতে তার মানে আপনারাও নিশ্চয় কারচুপি করছেন কিছু এবং আপনারাও এই অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন। এর সঙ্গে এসএসসি কে কোন কোন তথ্য সংরক্ষণ করা রয়েছে সে সমস্ত কিছু দিতে বলা হয়েছে দুপুর দুটোর মধ্যে।

তবে এই রায়ের উপর অনেকের ভাগ্য নির্ভর রয়েছে। অনেকেই অনিয়ম ভাবে চাকরি পেলেও বেশ কিছু চাকরি প্রার্থীরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। হাইকোর্টের রায় বহাল থাকলে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তারা প্রচুর সমস্যার সম্মুখীন হবেন।

MORE NEWS: CLICK HERE

নতুন নতুন এই ধরনের প্রকল্প সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment