মাধ্যমিক পাসে পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগ | Post Office Recruitment

রাজ্যের মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। ফের নতুন করে ভারতীয় ডাকবিভাগের অধীনে পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগ হতে চলেছে। আর তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে আবেদন পত্র জমা নেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার দ্বারা রাজ্যের পোস্ট অফিস গুলিতে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি না বললেই নয় তা হল এক্ষেত্রে কোনো কম্পিটিটিভ পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। রাজ্যের যে জেলায় নিয়োগ করা হবে সেই জেলার একজন স্থায়ী বাসিন্দা হলেই এবং ন্যুনতম মাধ্যমিক পাস হলেই নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সুতরাং আপনারা যারা আবেদন করতে আগ্ৰহী তারা শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ে বিস্তারিত ভাবে সবকিছু জেনে নিন।

নির্বাচন পদ্ধতি:-

শুরুতেই আমরা জানিয়েছি যে এক্ষেত্রে কোনো রকম কম্পটিটিভ পরীক্ষা নেওয়া হচ্ছে না।  কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য কর্মীদের বেছে নিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন করার নিয়মাবলী:-

রাজ্যের পোস্ট অফিসের তরফে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদে চাকরি পাওয়ার জন্য আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। এক্ষেত্রে যাবতীয় প্রমান পত্র সঙ্গে নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে পৌঁছে ইন্টারভিউ দিলেই চলবে। তবে তার জন্য আগে থেকে নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে তার প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে যত্ন করে রেখে দেবেন। ইন্টারভিউয়ের দিন অন্যান্য সব ডকুমেন্টস এর সাথে এই বায়োডাটারও অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। 

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যেসব ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-

• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

• দেশ তথা রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড এবং প্যান কার্ড এর অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

• মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

• কোনো কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে তার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

• রিসেন্ট তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

• আগে থেকে নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে বানানো বায়োডাটার অরিজিনাল কপি।

শূন্যপদের নাম:-

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের কয়েকটি পোস্ট অফিসে Postal Life Insurance/Rural Postal Life Insurance সংক্রান্ত যাবতীয় কাজকর্ম পরিচালনার জন্য Agent নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

সংশ্লিষ্ট কাজের এজেন্সি নেওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যুনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। এবং আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৫০ বছরের মধ্যে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীদের জন্য কোনো বাঁধা ধরা বেতন নেই। পুরোটাই কমিশন ভিত্তিক। অর্থাৎ কর্মীরা সারা মাস ধরে যেমন কাজ করতে পারবেন সেই অনুযায়ী হিসেব করে মাসের শেষে তাদেরকে বেতন দেওয়া হবে। 

ইন্টারভিউয়ের তারিখ ইন্টারভিউ স্থানের ঠিকানা:-

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উত্তর ২৪ পরগনা জেলার চারটি পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে এই চারটি আলাদা আলাদা পোস্ট অফিসের দরুন আলাদা আলাদা দিনে আলাদা আলাদা স্থানে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। যেমন-

       ৮/০৫/২০২৩ এ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 

                                  👇

        

O/o the SDI(P), Islampur Sub-DN., 1st Floor of Islampur Sub-Post office. Utter 

Dinajpur.

        ৯/০৫/২০২৩ এ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 

                                  

                                  👇

O/o the SPM, Golpokher Sub-Post office,

Lodhan, Utter Dinajpur. 

O/o the SPM, Dalkhola, Sub-Post office,

Utter Dinajpur. 

         ১০/০৫/২০২৩ এ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 

                                  👇

O/o the ASPO(s), (HQ), Divisional Office,

1st Floor of Raiganj Head post Office.


OFFICIAL NOTICE: CLICK HERE 1 / CLICK HERE 2
APPLICATION FORM: CLICK HERE
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment