ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে আবারও দেশ জুড়ে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। এইমাত্র মাস তিনেক আগে অর্থাৎ চলতি বছরের শুরুতেই ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে ৪০ হাজারেরও অধিক শূন্যপদে গ্ৰামীন ডাক সেবক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এখনও পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আর এরই মধ্যে পুনরায় নতুন করে ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে ১৮,০০০ এরও বেশি শূন্যপদে গ্ৰুপ ‘সি’ লেভেলের কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে খুবই ন্যুনতম যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক পাসে স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাই এই সুযোগকে কোনোভাবেই হাতছাড়া না করে চটপট আবেদন করে ফেলুন আর আবেদন প্রক্রিয়া সহ আরও অন্যান্য বিষয়ে বিশদে জানতে এই প্রতিবেদনটি মনযোগ সহকারে পড়ে জেনে নিন।
কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে?
ভারতীয় ডাকবিভাগের অধীনে ১৮,০০০ গ্ৰুপ ‘সি’ পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। তবে যারা আরও বেশি শিক্ষাগত যোগ্যতার অধিকারী তারাও সকলে এখানে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা কত?
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। তবে SC, ST প্রার্থীরা ৩০ বছর এবং OBC প্রার্থীরা ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
মাসিক কত টাকা করে বেতন দেওয়া হবে?
ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ডাকবিভাগের বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।
কিভাবে আবেদন করতে হবে?
সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। এবং তার জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে-
* প্রথমে ভারতীয় ডাকবিভাগের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in এ প্রবেশ করতে হবে।
* এরপর যে হোম পেজ খুলবে সেখানে একেবারে উপরের দিকে ‘Registration’ লিঙ্ক দেখতে পাবেন।
* এরপর সেই লিঙ্কে ক্লিক করে প্রয়োজন মতো তথ্য দিয়ে Registration সম্পন্ন করতে হবে।
* এরপর সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে যে User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
* এরপর যে নতুন পেজ খুলবে সেখান থেকে ‘Apply Now’ লিঙ্কে ক্লিক করতে হবে।
* তারপর সেখানে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিলাপ করতে হবে।
* পরবর্তীতে যাবতীয় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
* সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ও OBC ক্যাটাগরির প্রার্থীরা ১০০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থী ও মহিলা প্রার্থীদেরকে কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
কোন শূন্যপদে নিয়োগ করা হবে?
কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে সারা দেশ জুড়ে “Clerk” পদে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কিভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হবে?
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদেরকে ঠিক কি পদ্ধতিতে চাকরিতে নিয়োগ করা হবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু করার আগে ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে একটি ফাইনাল নোটিফিকেশন প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের সময় কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে?
অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করার সময় তার সঙ্গে যে সব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে তা হল-
* মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
* আধার কার্ড বা ভোটার কার্ড স্ক্যান করা।
* মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
* কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
* মেডিকেল টেস্টের সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
* এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
* সাদা কাগজে নীল বা কালো কালির ডট পেন দিয়ে করা আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।
আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ কি?
ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে প্রকাশিত “Clerk” পদে কর্মী নিয়োগ করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু করা হয়নি। তবে খুব শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শুরু করার আগে ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে একটি ফাইনাল নোটিফিকেশন প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE