উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় জল দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগ | Group-C Clerk Recruitment

আপনি কি ভারতে স্থায়ীভাবে বসবাসকারী একজন উচ্চমাধ্যমিক পাস বা স্নাতক পাস বেকার চাকরিপ্রার্থী? কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস ছাড়াই কেবলমাত্র সাধারণ উচ্চমাধ্যমিক বা স্নাতক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী পদে মাসিক মোটা অংকের বেতনের একটা চাকরির সন্ধানে রয়েছেন? তাহলে আজ আমাদের চ্যানেলের তরফ থেকে পরিবেশিত এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। কারন আজ আমরা কেন্দ্রীয় সরকার অধীনস্থ এমন এক সংস্থার তরফ থেকে প্রকাশিত হওয়া নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করতে চলেছি যেখানে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে বা স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস নির্ধারন করা হয়নি। কেবলমাত্র একচান্সে উচ্চমাধ্যমিক বা স্নাতক ডিগ্রি পাস করে থাকলেই আপনি নির্দিধায় এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থা ও শূন্যপদ গুলির নাম:-

কেন্দ্রীয় সরকারের D/o Water Resources, River Development and Ganga Rejuvenation, Ministry of Jal Shakti এর অধীনে থাকা National Water Development Agency এর তরফ থেকে গ্ৰুপ ‘সি’ সহ অন্যান্য শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-

• Lower Division Clerk

• Stenographer Grade II

• Upper Division Clerk

• Draftsman Grade III

• Junior Accounts Officer

• Junior Engineer (Civil)

পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তা হল-

Lower Division Clerk-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারে মিনিটে ৩৫ টি ইংরেজি শব্দ ও ৩০ টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও কোনো আবেদনকারীর যদি MS Office এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশানের মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে এক্ষেত্রে তিনি অগ্ৰাধিকার পাবেন। 

Stenographer Grade II-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারে মিনিটে ৮০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 

Upper Division Clerk-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ডিগ্ৰি কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও কোনো আবেদনকারীর যদি MS Office এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশানের মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে এক্ষেত্রে তিনি অগ্ৰাধিকার পাবেন। 

Draftsman Grade III-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি থেকে Draftsman Ship এ ITI বা ডিপ্লোমা কোর্স Complete করার সার্টিফিকেট থাকতে হবে। 

Junior Accounts Officer-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি থেকে কমার্স বিভাগে ডিগ্ৰি কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও যে কোনো Government Office/Autonomous Body/Statutory Body তে অন্তত পক্ষে ৩ বছর Cash and Accounts ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

Junior Engineer (Civil)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Civil Engineering বা সমমানের কোনো বিষয়ে ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। তবে কোনো আবেদনকারী যদি Civil Engineering বা সমমানের কোনো বিষয়ে ডিগ্ৰি কোর্স Complete করে থাকেন তাহলে এক্ষেত্রে তিনি অগ্ৰাধিকার পাবেন। 

     উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে একমাত্র Junior Accounts Officer ছাড়া বাকি সব ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। এবং Junior Accounts Officer পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD প্রার্থীরা ১০-১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। 

      উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় চাকরিতে নিযুক্ত হবেন তাদের মধ্যে Junior Accounts Officer, Junior Engineer (Civil) পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ৩৫,৪০০-১,১২,৪০০ এবং Stenographer Grade II, Upper Division Clerk, Draftsman Grade III পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২৫,৫০০-৮১,১০০ এবং Lower Division Clerk পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তা যেভাবে করতে হবে তা হল-

১) প্রথমে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.nwda.gov.in এ প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথমে নাম, ঠিকানা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে ‌।

৪) এরপর অ্যাপ্লিকেশান ফরম্যাট এর আকারে একটি নতুন window open হবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Ok করে Next Button এ ক্লিক করতে হবে।

৫) এরপর এক এক করে যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করতে চান তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।

৬) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ৮৯০ টাকা করে এবং SC, ST, PWD প্রার্থীরা ৫৫০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে। 

৭) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের এবং অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি  সহ আরও কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে তার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা ‌।

৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।

৬) শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতার প্রমান পত্র স্ক্যান করা।

৭) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৮) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

৯) যে পদের ক্ষেত্রে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তা স্ক্যান করা।

নির্বাচন প্রক্রিয়া:-

অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি ১০০ নম্বরের কম্পিউটার বেসড পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ ও কম্পিউটার স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই দুটি ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা:-

কেন্দ্রীয় সরকারের D/o Water Resources, River Development and Ganga Rejuvenation, Ministry of Jal Shakti এর অধীনে থাকা National Water Development Agency এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল গত ১৮/০৩/২০২৩ থেকে খুলে গিয়েছে এবং তা আগামী ১৭/০৪/২০২৩ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে।


OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment