আপনি কি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী একজন মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থী? তাহলে আজকের এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। আজ আমরা কেন্দ্রীয় সরকার অধীনস্থ এমন এক সংস্থায় এমন এক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক পরীক্ষায় কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস পেয়ে উত্তীর্ণ হতে হবে না। শুধুমাত্র সাধারণ ভাবে একচান্সে মাধ্যমিক পাস করলেই আপনি এখানে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে নিয়োগকারী দপ্তরের নাম, শূন্যপদের নাম, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
কেন্দ্রীয় সরকারের Ministry Of Youth Affairs and Sports এর অধীনস্থ সংস্থা Nehru Yuva Kendra Sangathan এর তরফ থেকে ওই সংস্থা তেই কিছু সংখ্যক ‘যুব ভলেন্টিয়ার’ নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
এখানে উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। তবে কোনো আবেদনকারীর যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে ও সেইসঙ্গে কম্পিউটার নলেজ থাকে তাহলে এক্ষেত্রে তিনি অগ্ৰাধিকার পাবেন। এছাড়াও NYKS অনুমোদিত কোনো যুব ক্লাবের সদস্য হলেও অগ্ৰাধিকার পাওয়া যাবে।
বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
‘যুব ভলেন্টিয়ার’ পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০৪/২০২৩ অনুযায়ী ১৮-২৯ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
ট্রেনিং এর মেয়াদকাল:-
Nehru Yuva Kendra Sangathan এ ‘যুব ভলেন্টিয়ার’ পদে নিয়োগের পর প্রথমে ৪ সপ্তাহ সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে ট্রেনিং করানো হবে। এবং ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৫,০০০ টাকা করে স্টিপেন্ট দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
এখানে উক্ত পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) এক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://nyks.nic.in এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখানে রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৪) এরপর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Next Button এ ক্লিক করতে হবে।
৫) এরপর এক এক করে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ পাসপোর্ট স্ক্যান করা।
৩) মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
৬) NYKS অনুমোদিত কোনো ক্লাবের মেম্বার হয়ে থাকলে সেই মেম্বারশিপের প্রমান পত্র স্ক্যান করা।
৭) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
৮) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৯) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:-
এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের সরাসরি একটি ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
Nehru Yuva Kendra Sangathan এ ‘যুব ভলেন্টিয়ার’ পদে নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ২৩/০২/২০২৩ থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৯/০৩/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে আগ্রহী তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন কারন সময় সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে। আর এই রকমই আরও সব নতুন নতুন প্রকল্প ও চাকরির কারেন্ট আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন।