ন্যুনতম যোগ্যতায় কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে India Post Payment Bank এ গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ

আপনি কি ভারতে স্থায়ীভাবে বসবাসকারী একজন স্নাতক পাস বেকার চাকরিপ্রার্থী? কোনো রকম কম্পটিটিভ পরীক্ষার ঝুট ঝামেলা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এবং কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস ছাড়াই সাধারণ স্নাতক ডিগ্রি পাসে একটি মাসিক মোটা বেতনের সরকারি ব্যাঙ্কের চাকরির সন্ধানে রয়েছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমেই আপনি ঠিক যে ধরনের ব্যাঙ্কের চাকরি খুঁজছেন ঠিক তেমনটারই সন্ধান পাবেন। কারন ভারতের একটি বিখ্যাত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক India Post Payment Bank এর তরফ থেকে সম্প্রতি এমনই এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার বিষয়ে আমরা আজ আলোচনা করতে চলেছি। তাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন। নিম্নে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। 

শূন্যপদ গুলির নাম:-

কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিখ্যাত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক India Post Payment Bank এর তরফ থেকে সারা দেশ জুড়ে গড়ে ওঠা বিভিন্ন শাখা অফিস গুলিতে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেগুলি হল-

• Junior Associate(IT)

• Assistant Manager (IT)

• Manager (IT)

• Senior Manager (IT)

• Chief Manager (IT)

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-

India Post Payment Bank এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে যে পদের জন্য যে ধরনের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা থাকতে হবে সেগুলি হল-

Junior Associate(IT)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো আবেদনকারী যদি B.Sc/B.E/B.Tech অথবা Information Technology/Computer Science এ M.Sc অথবা BCA/MCA পাস করে থাকেন তাহলে তিনি এক্ষেত্রে অগ্ৰাধিকার পাবেন। এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে। 

Assistant Manager (IT)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো আবেদনকারী যদি B.Sc/B.E/B.Tech অথবা Information Technology/Computer Science এ M.Sc অথবা BCA/MCA পাস করে থাকেন তাহলে তিনি এক্ষেত্রে অগ্ৰাধিকার পাবেন। এই পদের জন্য আবেদন করতে হলেও আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে। 

Manager (IT)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৭ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো আবেদনকারী যদি B.Sc/B.E/B.Tech অথবা Information Technology/Computer Science এ M.Sc অথবা BCA/MCA পাস করে থাকেন তাহলে তিনি এক্ষেত্রে অগ্ৰাধিকার পাবেন। এই পদের জন্য আবেদন করতে হলেও আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে। 

Senior Manager (IT)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৯ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো আবেদনকারী যদি B.Sc/B.E/B.Tech অথবা Information Technology/Computer Science এ M.Sc অথবা BCA/MCA পাস করে থাকেন তাহলে তিনি এক্ষেত্রে অগ্ৰাধিকার পাবেন। এই পদের জন্য আবেদন করতে হলেও আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে। 

Chief Manager (IT)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ১১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো আবেদনকারী যদি B.Sc/B.E/B.Tech অথবা Information Technology/Computer Science এ M.Sc অথবা BCA/MCA পাস করে থাকেন তাহলে তিনি এক্ষেত্রে অগ্ৰাধিকার পাবেন। এই পদের জন্য আবেদন করতে হলেও আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে। 

বেতন কাঠামো:-

India Post Payment Bank এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত প্রতিটি শূন্যপদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো অনুযায়ী অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীদের যে পরিমাণ বেতন দেওয়া হয় সেই পরিমানেই বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন জানাতে হলে ই-মেইল এর মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) প্রথমে India Post Payment Bank এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ippbonline.com এ প্রবেশ করতে হবে।

২) তারপর সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে একটি সাদা A4 সাইজ পেপারে প্রিন্ট আউট বের করে নিতে হবে।

৩) এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে।

৪) এবং নির্দিষ্ট স্থানে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে।

৫) এরপর নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে।

৬) সবশেষে এই পূরণ করা আবেদন পত্র এবং বায়োডাটার ছবি তুলে একটি ফাইল তৈরি করে careers@ippbonline.in এই ই-মেইল আইডির মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এবং ই-মেইল করার সময় উপরে Subject এর জায়গায় “Application For The Post Of_” লিখতে হবে। 

নিয়োগ পদ্ধতি:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-

১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।

২) আধার কার্ড এর অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি সহ অন্যান্য সব প্রয়োজনীয় যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।

৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।

৬) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

৭) নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স।

আবেদনের সময়সীমা:-

India Post Payment Bank এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলির জন্য ই-মেইল এর মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ২৮ শেষ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র ই-মেইল করে পাঠিয়ে দিন।


OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment