শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে SBI তে স্থায়ী গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | SBI Bank Job Recruitment

 

আমাদের দেশের সেই সকল বেকার চাকরিপ্রার্থীরা যারা স্টেট ব্যাঙ্কে চাকরি পাওয়ার জন্য প্রতি বছর ই কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে চলেছেন কিন্তু তাতে প্রশ্নপত্রের মান অত্যন্ত কঠিন হওয়ার কারণে এবং পরীক্ষার্থীর সংখ্যা অত্যন্ত বেশি হওয়ার কারণে আজ পর্যন্ত কম্পিটিশন করে সফল হয়ে উঠতে পারেননি তাদের জন্য একটি দুর্দান্ত সুখবর। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা বিভিন্ন শাখা অফিস গুলিতে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস ছাড়াই কেবলমাত্র স্নাতক পাস যোগ্যতায় বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টেট ব্যাঙ্ক এর তরফ থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে। যেহেতু সারা দেশ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তাই ভারতের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল স্নাতক পাস বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? কোনো কম্পিটিটিভ পরীক্ষার চাপ ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে স্টেট ব্যাঙ্কের স্থায়ী পদে মোটা বেতনের চাকরি পাওয়ার এই সুবর্ন সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর আবেদন প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার সন্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শূন্যপদ গুলির নাম:-

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেগুলি হল-

• Programme Manager

• Vice President Transformation

• Manager Quality and Training

• Command Center Manager

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকতে হবে সেগুলি হল-

Programme Manager- 

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে B.Sc/B.Tech পাস করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ৩-৫ বছর পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের কিছুটা ছাড় পাবেন।

Vice President Transformation-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও আপনাকে যে কোনো সরকার অনুমোদিত ইউনিভার্সিটি থেকে B.Sc/B.Tech পাস করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ৩-৫ বছর পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যেই। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পাবেন।

Manager Quality and Training-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে B.Sc/B.Tech পাস করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৩-৫ বছর পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের কিছুটা ছাড় পাবেন।

Command Center Manager-

এই পদের জন্য আবেদন করতে হলে আপনাকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে B.Tech পাস করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ৩-৫ বছর পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের কিছুটা ছাড় পাবেন।

আবেদন করার নিয়মাবলী:-

স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-

১) প্রথমে আমাদের প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক টিতে সরাসরি ক্লিক করে অথবা google search box এ স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.bank.sbi লিখে search করতে হবে।

২) তারপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে careers অপশনে ক্লিক করতে হবে।

৩) তারপর যে নতুন Window Open হবে সেখানে রেজিস্ট্রেশনের জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রয়োজন মতো তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা রয়েছে তাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।

৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে আবেদনকারীদের User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে। যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা রয়েছে তারা আগের বারের দেওয়া User Id ও Password দিয়েই Login করবেন।

৫) Login করা হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে এবং যে পদের জন্য আবেদন করেছেন সেটিকে এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাকে সিলেক্ট করে ok করে next button এ ক্লিক করতে হবে।

৬) এরপর একে একে সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।

৭) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ৭৫০ টাকা করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

৮) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের ও অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) দেশ তথা রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

৪) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।

৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

৬) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৭) কালো ডট পেন দিয়ে করা আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

৮) লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করা।

৯) সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট স্ক্যান করা।

নির্বাচন প্রক্রিয়া:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর প্রথমে তাদেরকে একটি কম্পিউটার বেসড পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। ইন্টারভিউ হয়ে যাওয়ার পর এই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর একসঙ্গে করে সেই অনুযায়ী একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই লিস্ট অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আবেদনের সময়সীমা:-

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এবং তা আগামী ৯/০২/২০২৩ পর্যন্ত খোলা থাকবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন কারণ সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।


OFFICIAL Website : CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment