মাধ্যমিক পাশে প্রতিমাসে ৮,৮৮৫ টাকা স্টিপেন্ড সহ প্রশিক্ষণের দ্বারা বিরাট সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ | Govt Job Recruitment

দিনে দিনে ক্রমশ বাড়তে থাকা বেকারত্বের গ্ৰাফকে যত শীঘ্র সম্ভব নিয়ন্ত্রনে আনতে আমাদের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়েই খুব তৎপর হয়ে উঠেছেন। আর সেই কারণেই প্রায় প্রত্যেক দিনই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রাধীন বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আর আজ আবারও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রাধীন এমনই এক দপ্তরের পক্ষ থেকে কয়েকশো শূন্যপদে বিনামূল্যে মাসিক ৭,৭০০-৮,৮৫৫ টাকা স্টিপেন্ড সহ ১ বছরের প্রশিক্ষণের দ্বারা কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে। সারা দেশের যে কোনো রাজ্য থেকে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিছুই দিতে হবে না। শুধুমাত্র সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার নিরিখে তাদেরকে নিয়োগ করা হবে। তো চলুন আর দেরি না করে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। 

প্রশিক্ষন প্রদানকারী সংস্থার নাম:-

কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রাধীন Nuclear Power Corporation Limited Of India এর তরফ থেকে কয়েকশো শূন্যপদে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে। 

শূন্যপদের সংখ্যা ও পদ গুলির নাম:-

সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে সব ট্রেড মিলিয়ে মোট ২৯৫ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর  দ্বারা কর্মী নিয়োগ করা হবে। যে সব ট্রেডে নিয়োগের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হল-

১) Fitter, Turner, Welder, Electrician, Electronics Mechanic, Instrument Mechanic, Refrigeration and AC Mechanic, Carpenter, Plumber, Wireman, Diesel Mechanic, Mechanical Motor vehicle, Machinist, Painter, Droughtsman (Mechanical), Droughtsman (civil), Information and Communication Technology System Maint, Computer Operator and Programming Assistant, Stenographer (Hindi), Stenographer (English), Secretarial Assistant.

শিক্ষাগত যোগ্যতা ও নির্ধারিত বয়সসীমা:-

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা Nuclear Power Corporation Limited Of India এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে প্রশিক্ষণ নিয়ে চাকরি পেতে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান মাধ্যমিক পাস হতে হবে ও পথ সম্বন্ধীয় অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অবশ্যই Complete করে থাকতে হবে। বেশ কিছু পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের  ITI থাকতে হবে। মাধ্যমিক পাস হলে তবেই তিনি এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন নচেৎ নয়। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৫/০১/২০২৩ অনুযায়ী ১৪-২৪ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC রা ৩ বছর এবং PwBD রা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া:-

সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত ট্রেড গুলিতে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তা যেভাবে করতে হবে তা হল-

১) প্রথমে www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

২) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আবেদনকারীকে একটি User Id ও Password দেওয়া হবে।

৩) এরপর www.npcilcareers.co.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন এর পর দেওয়া User Id ও Password দিয়ে Login করতে হবে।

৪) এরপর অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে Ok করতে হবে।

৫) এরপর একে একে ITI কোর্সের মার্কসীট ও সার্টিফিকেট, ফটো আইডি প্রুফ, এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারীর নিজস্ব সিগনেচার ইত্যাদি স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

প্রয়োজনীয় প্রমান পত্র:-

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-

১) বয়সের ও দেশের স্থায়ী নাগরিকত্বের প্রমান পত্র হিসেবে আধার কার্ড।

২) ITI কোর্সের প্রতিটি সেমিস্টারের মার্কসীট ও সার্টিফিকেট।

৩) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

৪) এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

৫) আবেদনকারীর নিজস্ব সিগনেচার অবশ্যই নীল/ কালো ডট পেন দিয়ে করা।

নিয়োগ পদ্ধতি:-

এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি শর্টলিস্ট প্রকাশ করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে ডেকে নিয়ে মাসিক ৭,৭০০-৮,৮৫৫ টাকা স্টিপেন্ড সহ ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং করিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা:-

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ Nuclear Power Corporation Limited Of India এর পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি দেওয়ার জন্য অনলাইনে আবেদন পত্র জমা নেওয়া আজ অর্থাৎ ১১ ই জানুয়ারি সকাল ১০ টা থেকে শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ২৫ শে জানুয়ারি বিকেল ৪ টে পর্যন্ত।


OFFICIAL NOTICE:CLICK HERE
APPLY NOW: REGISTRATION / LOGIN
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment