দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে WBPSC মাধ্যমে গ্রুপ সি পদে বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যতগুলি দপ্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো দপ্তর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(WBPSC)। করোনার প্রথম ঢেউ আসার আগে ২০১৯ সালের মাঝামাঝি নাগাদ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সারা রাজ্য জুড়ে কয়েক হাজার শূন্যপদে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তারপর থেকে দীর্ঘ ২ বছর কেটে গেল এই দপ্তরের পক্ষ থেকে একসঙ্গে বেশি সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য তেমন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই আমাদের রাজ্যের সেই সকল বেকার চাকরিপ্রার্থীরা যারা WBPSC এর গ্ৰুপ ‘সি’ লেভেলের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা হয়তো আশা ছেড়েই দিয়েছিলেন। তারা ভেবে নিয়েছিলেন যে WBPSC এর পক্ষ থেকে বোধহয় আর কোনো দিনও বিশাল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। কিন্তু তাদের সেই ভাবনাকে সম্পূর্ণ ভাবে ভুল প্রমাণিত করে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন শূন্যপদে কয়েকশো কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদ গুলির নাম:-
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(PSC) এর তরফ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা রাজ্য সরকারি অফিস গুলিতে যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-
• Psychiatrist
• Psychologist
শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনের পরিমাণ:-
পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা থাকতে হবে তা হল-
Psychiatrist-
এই পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই উক্ত বিষয়ে গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ১৮-৩৬ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের কিছুটা ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৫৬,১০০-১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Psychologist-
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই উক্ত বিষয়ে গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেই সঙ্গে criminology/Penology/Correctional Physiology তে স্পেশালাইজেশান করে থাকতে হবে। এছাড়াও অন্তত পক্ষে ৩ বছর ফিজিওলজিক্যাল কাউন্সিলিংয়ের বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ২১-৩৬ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের কিছুটা ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৫৬,১০০-১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
PSC এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তা যে যে ভাবে করতে হবে সেগুলি হল-
১) সবার আগে আপনাকে এই প্রতিবেদনের শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে সরাসরি ক্লিক করে অথবা google search box এ PSC এর অফিসিয়াল ওয়েবসাইট http://wbpsc.gov.in টাইপ করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) এরপর সেখানে প্রবেশ করে নিজের সম্পর্কে কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তবে এক্ষেত্রে যদি কারোর আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৪) Login করার পর অ্যাপ্লিকেশান ফরম্যাট এর আকারে এই দপ্তরে নিয়োগের আবেদন পত্রের window টি Open হবে।
৫) এরপর সেখানে আপনার নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, বয়স ইত্যাদি টাইপ করে ও যে পদের জন্য আবেদন করছেন সেটিকে Select করে ও সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা Select করে Ok করুন।
৬) এরপর সংশ্লিষ্ট পদ গুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর, আপনার নিজের এক কপি পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে দিন।
৭) এরপর উভয় পদের ক্ষেত্রেই আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ২১০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেনীর প্রার্থী এবং শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
৮) আবেদন পত্র সাবমিট করার পর একটি সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/ রেশন কার্ড/ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট স্ক্যান করা।
৩) মাধ্যমিক থেকে শুরু করে সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৫) শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতার প্রমান পত্র স্ক্যান করা।
৫) যে পদের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন সেক্ষেত্রে তা স্ক্যান করা।
৬) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:-
PSC এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলির জন্য অনলাইন আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এরপর আবেদনকারীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের একটি তালিকা তৈরি করা হবে। এই তালিকা অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যাদেরকে যোগ্য বলে মনে করা হবে তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ:-
সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে উপরিউক্ত শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া আগামী ৩/০১/২০২৩ থেকে শুরু হবে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২৪/০১/২০২৩ পর্যন্ত।