এখন থেকে SBI তে অ্যাকাউন্ট থাকলেই পাবেন ২০,০০০ টাকা, জেনে নিন কিভাবে | SBI Accounts Best Scheme

সকল গ্ৰাহকদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে একটি দুর্দান্ত সুখবর। এখন থেকে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন নগদ ২০,০০০ টাকা। তার জন্য কষ্ট করে আপনার ব্যাঙ্কে যাওয়ারও প্রয়োজন নেই। কিন্তু কিভাবে পাবেন এই টাকা? তার জন্য কি কি বা করতে হবে তা পরিস্কার ভাবে জানতে হলে আমাদের আজকের এই প্রতিবেদনটি একটু মন দিয়ে শেষ পর্যন্ত পড়ে জেনে নিন।

       বেশ কিছু বছর ধরেই ধীরে ধীরে ভারতের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটতে শুরু করেছিল। তবে করোনার পর থেকে তা চরম পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু এই ভাবে তো আর দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। কারন এই ভাবে বেশিদিন চললে ভারতীয় অর্থনীতি খুব শীঘ্রই একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। আর তখন সেই পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। আর সেই কারণেই এমন দিনের সন্মুখীন যাতে আমাদের কাউকে কোনো দিন হতে না হয় তাই আগে থেকেই পরিস্থিতি আয়ত্ত্বে আনার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী উভয় মিলে সারা দেশ জুড়ে অসংখ্য জনকল্যাণ মূলক প্রকল্প চালু করেছেন।

        তবে শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ই নয় ভারতের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে তুলতে ভারতীয় স্টেট ব্যাঙ্ক এর অবদান কেও অস্বীকার করা যায় না। ভারতের প্রতিটি দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীরা যাতে ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় তাই ভারতীয় State Bank of India SBI আশা প্রকল্প নামে একটি স্কলার শিপ দেওয়াও শুরু করেছে। আর এই স্কলার শিপ পেয়ে ইতিমধ্যেই বহু দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। তবে শুধু এখানেই শেষ নয়। দেশের বেকার যুবক যুবতীদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলতে ATM ফ্রাঞ্চাইজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে State Bank of India। যাতে এই ফ্রাঞ্চাইজি নিয়ে নিজের নিজের এলাকায় State Bank এর ATM স্থাপন করে দেশের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ৬০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন‌। এবং বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে পারেন। 

     আর ঠিক সেই ভাবেই আবারও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত গ্ৰাহকদের জন্য নিয়ে এসেছে একটি নতুন স্কিম। যার মাধ্যমে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন নগদ ২০ হাজার টাকা। তাহলে চলুন এবারে দেখে নিই এই সুবিধা লাভ করতে হলে কি করতে হবে।

স্কিমের নাম:-

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদ্যোগে চালু হওয়া এই নতুন স্কিমের নাম হল ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা (Doorstep Banking Sevices)।

এই স্কিমের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-

এই স্কিমের সুবিধা পেতে হলে আপনাকে যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) প্রথমে আপনাকে আপনার বাড়ি থেকে ৫ কিমির মধ্যে SBI এর যে Home Branch রয়েছে সেখানে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

২) এক্ষেত্রে অ্যাকাউন্ট টি জয়েন্ট অ্যাকাউন্ট হলে চলবে না। অর্থাৎ অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভাবে সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। 

৩) ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে।

৪) ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই KYC করা থাকতে হবে।

এই স্কিমের বৈশিষ্ট্য:-

এই স্কিমের বৈশিষ্ট্য গুলি হল-

১) এই স্কিমের সুবিধা পেতে হলে আপনাকে সবার আগে ১৮০০১১১১০৩ এই নম্বরে ফোন করে একটি Appointment নিতে হবে। তবে যদি আপনি YONO SBI app ব্যাবহার করে থাকেন তাহলে কোন ফোন না করে আপনি সরাসরি এখান থেকেই Appointment নিতে পারবেন।

২) তবে যদি ফোন করে Appointment নিতে হয় তাহলে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টের মধ্যে ফোন করে Appointment নিতে হবে।

৩) এই স্কিমের মাধ্যমে প্রতিটি গ্ৰাহক প্রতিদিন বাড়িতে বসেই ২০,০০০ টাকা করে Widhrow ও Deposit করতে পারবেন।

৪) এক্ষেত্রে পাস বুকের সাথে চেক বা Widhrow form ব্যাবহার করে আপনি টাকা তোলার অনুমতি পাবেন।

      তাহলে আর দেরি না করে শীঘ্রই এই স্কিমের সঙ্গে যুক্ত হয়ে ব্যাঙ্কে না গিয়ে বাড়িতে বসেই এই স্কিমের সুবিধা উপভোগ করুন।


SBI OFFICIAL LINK: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment