দীর্ঘ ৮ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) মাধ্যমে নিয়োগ হতে যাচ্ছে ২১ হাজার শিক্ষক। ২০১৬ সালের পর রাজ্যে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতে আর কোন শিক্ষক নিয়োগ হয়নি। অধীর আগ্রহে বসে রয়েছেন রাজ্যের SSC তথা স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা। দীর্ঘ আন্দোলন ও ঝুট ঝামেলার পর অবশেষে হাসি ফুটতে চলেছে, SLST তথা নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীদের। ইতিমধ্যেই একটি আপডেট বেরিয়েছে যেখানে বলা হয়েছে পুজোর আগেই এই নিয়োগের কার্যপ্রক্রিয়া শুরু করা হবে। তাহলে যে সমস্ত চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেবেন।
ইতিমধ্যেই যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে বলা হয়েছে উচ্চ প্রাথমিক সহ নবম দশম ও একাদশ দ্বাদশ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এর সঙ্গে হাইস্কুলে প্রধান শিক্ষকও নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। পুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট আপডেটে।
ইতিমধ্যেই এই নিয়োগ নিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই আলোচনা সভাতেই শিক্ষক নিয়োগের প্রসঙ্গ উঠে আসে এবং যেখানে বলা হয় আপার প্রাইমারি সহ নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রচুর পরিমাণে ভেকেন্সি রয়েছে এবং এগুলো পূরণ করার জন্য খুব দ্রুতই শিক্ষক নিয়োগ করতে হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ এসএসসির চেয়ারম্যানও। শিক্ষামন্ত্রী তরফে জানানো হয়েছে খুব দ্রুতই নিয়োগের কার্যক্রিয়া শুরু করা হবে এবং খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ইতিমধ্যেই জানানো হয়েছে সব মিলিয়ে এখানে প্রায় ২১ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে নবম দশম শ্রেণীতে নিয়োগ করা হবে ১৩ হাজার ৫১২ জন, একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগ করা হবে ৫ হাজার ৩২৭ জন এছাড়াও জানানো হয়েছে প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হবে ২৩২৫ জন। হাইকোর্টের তরফ থেকে শূন্য পদের কথা জানতে চাওয়া হয়েছিল এবং তারপরেই ssc তথা স্কুল সার্ভিস কমিশনের দপ্তর থেকে এই শূন্য পদ প্রকাশ করা হয়েছে।
পুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে এর সঙ্গে আরও জানানো হয়েছে এই নিয়োগে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও বলা হয়েছে পুরোপুরি স্বচ্ছতা অবলম্বন করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পুরোপুরি স্বচ্ছতা বজায় রেখে নতুন নিয়মে এই নিয়োগ করতে চায় রাজ্য সরকার।
তাহলে যারা দীর্ঘদিন ধরে এই নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই সুখবরটি জানার পরে উৎফুল্ল হবেন। খুব দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে তাই যারা এই নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন তারা আরও জোর কদমে নিয়োগের প্রস্তুতি শুরু করে দেন। ইতিমধ্যে একটি পেপারে এই আপডেটটি বেরিয়েছে সেখান থেকেই আমরা এই খবরটি প্রকাশিত করেছি। নিচে এই পেপার কাটিং আপনাদের দেওয়া হল সেটি আপনারা বিস্তারিতভাবে পড়ে নিতে পারবেন, তবে এই আপডেটটির সত্যতা যাচাই করেনি বেঙ্গল প্রভাকর।
MORE JOB NEWS: CLICK HERE