উচ্চ মাধ্যমিক পাশে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ | WB Bandhan Bank Recruitment

 আপনি কি পশ্চিমবঙ্গের বেকার একজন চাকরিপ্রার্থী? আপনার চিন্তার কোন কারণ নেই চলে এলো নতুন করে চাকরির বিশাল বড় একটি সুখবর। ন্যূনতম যোগ্যতায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে এই প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যে। ইতিমধ্যে নতুন করে একটি বিজ্ঞপ্তির আপডেট বেরিয়েছে যেখানে বলা হয়েছে উচ্চমাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউ দিয়ে বন্ধন ব্যাংকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। যারা যারা এখানে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন। এখানে কিন্তু সকল ধরনের চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। পুরুষ ও মহিলা সকলেই এখানে চাকরি পেয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত ভাবে এই সুখবরটি জেনে নেওয়া যায়।

পদের নাম: বন্ধন ব্যাংকের তরফে এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগের জন্য বলা হয়েছে সেই পদের নাম গুলি হল-

1.ডাটা এন্ট্রি অপারেটর ( Data entry Operator)

2. relationship officer

3. relationship officer super sevar

এছাড়াও এখানে আরও যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- 

1, Administration

2.Agri Business

3.Analytics/BIU/Corporate Strategy

4.Audit

5.Banking Operations & Customer Services

6.Branch Banking

7.Compliance

8.Corporate Salary

9.Corporate Services

10.Digital Banking

11.Finance & Accounts

12.Housing Finance

13.Human Resources

14.IT

15.Legal/Vigilance

16.Marketing

17.Micro Banking

18.Outdoor Collector

19.Indoor Staff

20.Retail Assets

21.Risk

22.SME & MSME Banking

23.Trade Finance

24.Treasury

25.Wholesale Banking

শিক্ষাগত যোগ্যতা: এখানে উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে চাকরিপ্রার্থীরা আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। এছাড়াও আরও বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তবে এখানে উচ্চমাধ্যমিক পাশ হলেই সরাসরি চাকরি করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি: এখানে যদি চাকরি করতে ইচ্ছুক হন তাহলে প্রথমে আবেদন জানাতে হবে এবং আবেদন হয়ে গেলে পরবর্তীকালে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউ ঠিকঠাকমতো দিতে পারলেই এখানে চাকরিপ্রার্থীদের চাকরি হয়ে যাবে।

আবেদন পদ্ধতি: এখানে আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীরা অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতে আবেদন জানাতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বন্ধন ব্যাংক কেরিয়ার লিখে সার্চ করে অনলাইনে আবেদন জানাতে হবে অথবা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে গিয়েও সরাসরি অনলাইনে আবেদন জানাতে পারেন।

এছাড়াও যে সমস্ত প্রার্থী অফলাইনে আবেদন জানাতে ইচ্ছুক তাদের প্রথমে সুন্দর একটি বায়োডাটা বানাতে হবে এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলো সংযুক্ত করে বায়োডাটা সঙ্গে একত্রিত করে সমস্ত কিছু একটি খামে ভরে নিকটবর্তী বন্ধন ব্যাংকের ব্যাংকিং অফিসে অথবা বন্ধন ব্যাংকের ডিভিশন অফিসে গিয়ে জমা করতে হবে। এরপর চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে এবং ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস: এখানে আবেদন জানাতে হলে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার। যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলি হল-

১.সুন্দর একটি বায়োডাটা

২.মাধ্যমিকের এডমিট কার্ড

৩. আধার কার্ড এবং ভোটার কার্ড

৪. প্যান কার্ড

৫. পাসপোর্ট সাইজের ফটোকপি

৬. উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতার মার্কসিট সার্টিফিকেট

৭. অন্যান্য যোগ্যতা থাকলে তার ডকুমেন্টস

বয়স সীমা: এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 35 বছরের মধ্যে।

বেতন: যে সমস্ত প্রার্থীরা এখানে চাকরি পেয়ে যাবেন তাদের প্রতি মাসে ১৪৫০০ টাকা থেকে ১৯৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

অন্যান্য সুবিধা: এখানে চাকরি করলে চাকরি প্রার্থীরা সমস্ত ধরনের সরকারি ছুটি পেয়ে যাবেন এছাড়াও যে সমস্ত ব্যাংকিং ছুটির ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। যেমন প্রতিমাসের দুটো শনিবার এখানে ছুটি থাকবে।

OFFICIAL WEBSITE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

Leave a Comment