বর্তমানে সরকারি চাকরির যা বাজার তাতে করে হাজার হাজার উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীরাই হাজার চেষ্টা করেও কোনো ভাবেই একটা ভালো ও স্থায়ী পদের সরকারি চাকরি জোগাড় করে উঠতে পারছেন না তাহলে যারা স্বল্প শিক্ষিত অর্থাৎ অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস তারা আর কি করেই বা ভালো ও স্থায়ী চাকরি সরকারি চাকরি পাবেন। আর সেই কারণেই আমাদের দেশের স্বল্প শিক্ষিত বেকার যুবক যুবতীরা সরকারি চাকরির আশা একেবারে ছেড়েই দিয়েছেন। তবে আজ আমরা এমন এক স্থায়ী ও মোটা বেতনের সরকারি চাকরির নিয়োগের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা পড়া মাত্রই আপনারা চমকে উঠবেন। আজকালকার দিনে দাঁড়িয়ে এতো কম যোগ্যতাতেও যে স্থায়ী পদে সরকারি চাকরি পাওয়া সম্ভব সেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। কিন্তু বিশ্বাস না হলেও এটাই সত্যি। কারন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাসে অসংখ্য গ্ৰুপ ডি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর যেহেতু সারা রাজ্য জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে তাই সারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার সকল বেকার চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হল।
শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:-
রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে অসংখ্য গ্ৰুপ ডি অর্থাৎ Peon ও Lab Attendant পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। Peon ও Lab Attendant এই দুটি পদের ক্ষেত্রেই আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত স্কুল থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। এবং এই দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ১৮-৪০ বছরের মধ্যে।
আবেদন জানানোর পদ্ধতি:-
রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত গ্ৰুপ ডি পদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কারণ এখানে অনলাইন আবেদনের কোনো ব্যাবস্থা নেই। আবেদনকারীকে যেভাবে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তা হল-
১) সর্ব প্রথম আপনাকে আমাদের এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে সেখান থেকে অথবা মোবাইল বা ল্যাপটপ Open করে সেখান থেকে google search box এ এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.rkmsarisha.org টাইপ করে এন্টার দিন।
২) এরপর এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট খুললে সেখানে এই দপ্তরে নিয়োগের আবেদন পত্রটি দেখতে পাবেন সেটি ডাউনলোড করে নিয়ে একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন। তবে এই আবেদন পত্র ১৫ ই নভেম্বর থেকে ২৯ শে নভেম্বর পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে থাকবে তার পর delete হয়ে যাবে তাই আপনাদের এই ১৫-২৯ তারিখের মধ্যেই আবেদন পত্রের ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এবারে সেই ফর্মে আপনার নিজের যাবতীয় তথ্য অর্থাৎ নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার সহ আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের নাম লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৪) এরপর ফর্মের মধ্যে যেখানে ফটো লাগানোর জন্য জায়গা দেওয়া আছে সেখানে আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো চিটিয়ে দিন এবং সেই সঙ্গে সিগনেচারের জন্য যে জায়গা দেওয়া আছে সেখানে একটি সিগনেচার করে দিন।
৫) সবশেষে আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর জেরক্স সহ অন্যান্য সব ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে একটি খামে ভরে খামের উপর ঠিকানা ও পদের নাম লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় নথীপত্র:-
পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র জমা করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির জেরক্স কপি সহ জমা করতে হবে সেগুলি হল-
১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) আবেদনকারীর নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেলফ অ্যাটেস্টেড করা ।
৫) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৬) একটি খাম এবং একটি ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প ।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা নেওয়া শেষ হলে প্রথমে তাদের একটি ৪০ নম্বরের সাধারণ লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। এই পরীক্ষার সিলেবাস ও অ্যাডমিট কার্ড আপনারা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। প্রথম ধাপে অর্থাৎ লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের একটি শর্টলিস্ট প্রকাশ করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে বা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে একটি ১০ নম্বরের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই ইন্টারভিউ তে যারা পাস করবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করবে রাজ্য শিক্ষা দপ্তর।
আবেদন পত্র পাঠানোর সময় সীমা ও ঠিকানা:-
রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত Peon ও Lab Attendant এই পদ দুটিতে চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া আগামী ১৭/১১/২০২২ তারিখ থেকে শুরু হবে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১/১২/২০২২ সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নিম্মলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র পাঠিয়ে দেবেন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা 👇
Sarisha Ramkrishna Mission
Sikshamandir, Belur Math,
Howrah, Post- Sarisha
Dist- South 24 Pargonas
W.B- 711202, India.