মাধ্যমিক পাশে কয়েক হাজার শূন্যপদে স্টেনোগ্ৰাফার নিয়োগ, আজই আবেদন করুন | DRDO Group-C Stenographer Recruitment 2022

খুব বেশী উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, আপনি যদি নুন্যতম মাধ্যমিক পাস করে থাকেন এবং সেই সঙ্গে কম্পিউটার বা টাইপ রাইটারে ডেটা এন্ট্রি তে পারদর্শী হয়ে থাকেন তাহলেই ব্যাস সরকারি চাকরি পাওয়া থেকে এবারে আর কেউ আপনাকে আটকাতে পারবে না। কারন কেন্দ্রীয় সরকারের Defence Research and Development Organization এর পক্ষ থেকে কয়েক হাজার শূন্যপদে স্টেনোগ্ৰাফার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা দেশের যে কোনো জায়গার নারী পুরুষ নির্বিশেষে সকল মাধ্যমিক পাস ও কম্পিউটার বা টাইপ রাইটার নলেজ সহ যে কোনো বেকার চাকরিপ্রার্থী এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন এবারে এই পদে চাকরির জন্য আবেদন করার শেষ তারিখ কত, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের পর কিভাবে প্রার্থী বাছাই করা হবে এই সব বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী প্রতিষ্ঠান এবং শূন্যপদের নাম:-

যে বিপুল সংখ্যক স্টেনোগ্ৰাফার শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে সফলতার সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের স্টেনোগ্ৰাফার গ্ৰেড ওয়ান এবং স্টেনোগ্ৰাফার গ্ৰেড টু পদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা Defence Research and Development Organization।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:-

Defence Research and Development Organization এ স্টেনোগ্ৰাফার পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে একচান্সে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার বা টাইপ রাইটারে দ্রুত ডেটা এন্ট্রি করায় পারদর্শী হতে হবে। এই পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/১/২০২২ অনুযায়ী ১৮-২৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের কিছুটা হলেও ছাড় পাবেন।


বেতন: এখানে চাকরি করলে চাকরি করলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে 35,400/- টাকা থেকে 1,12,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, তাই এটি বিপুল পরিমাণে বেতনে বিরাট বড় একটি চাকরি।

আবেদন পদ্ধতি:- Defence Research and Development Organization এর তরফ থেকে যেহেতু আগ্ৰহী আবেদনকারীদের আবেদন পত্র গুলি অনলাইনের মাধ্যমে জমা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই আবেদনকারীদের এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সুতরাং আবেদনকারীরা কোনো রকম পরিশ্রম ছাড়াই ঘরে বসে নিজেদের মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

• প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে browser open করতে হবে।

• এরপর যে window open হবে সেখানে একটি search box দেখতে পাবেন সেখানে এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট টাইপ করে enter করতে হবে।

• এরপর একটি নতুন পেজ আসবে সেখানে career option এ ক্লিক করতে হবে।

• এরপর আরেকটি নতুন পেজ open হবে সেখানে Admin and Allied ট্যাব এ ক্লিক করতে হবে।

• এরপর একটি Window Open হবে সেখানে DRDO Recruitment 2022 বলে একটি Option দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে।

• এরপর আরেকটি নতুন পেজ আসবে সেখানে রেজিস্ট্রেশন option এ ক্লিক করে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

•রেজিস্ট্রেশান হয়ে গেলে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করলেই এই দপ্তরের বিভিন্ন পদের নামের একটি তালিকা দেখতে পাবেন সেখান থেকে স্টেনোগ্ৰাফার option এ ক্লিক করতে হবে।

• এরপর সেখানে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।

• এরপর আপনার নিজের এক কপি পাসপোর্ট সাইজের ফটো, আপনার নিজের করা সিগনেচার, মাধ্যমিকের মার্কসীট সহ আরও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এবং অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন done।

প্রয়োজনীয় নথীপত্র:- অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-

• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড স্ক্যান করা।

• ভারতের একজন স্থায়ী নাগরিক হওয়ার প্রমান পত্র হিসেবে স্ক্যান করা আধার কার্ড।

• আবেদনকারীর নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ কম্পিউটার বা টাইপ রাইটিং কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।

• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

• আবেদনকারীর নিজের এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া:- কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই দপ্তরে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর তাদের প্রথমে একটি সাধারণ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা সফল হবেন তাদের পরবর্তী ধাপ অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ এবং কম্পিউটার বা টাইপ রাইটারে দ্রুত ডেটা এন্ট্রি করার পরীক্ষা নেওয়া হবে। শেষ পর্যন্ত এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের ই-মেইল করে বা স্পীড পোস্টের মাধ্যমে সিলেকসান লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়ার সময় সীমা:-

Defence Research and Development Organization দপ্তরে স্টেনোগ্ৰাফার এর পদের জন্য আবেদন পত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল খুব শীঘ্রই খুলে দেওয়া হবে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৭/১২/২০২২ তারিখ পর্যন্ত।


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment