আমাদের দেশের বেকার সমস্যা দূরীকরণে সমস্ত সংস্থা যেন উঠে পড়ে লেগেছে। যেমন বিভিন্ন দফতরের পক্ষ থেকে প্রকাশিত হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি তেমনই সমস্ত বেকার যুবক-যুবতীদের মুখে ফুটে উঠছে এক ধরনের রঙিন উদ্ভাসিত হাসি। ইতিমধ্যেই বেশ কিছু শূন্যপদের ভিত্তিতে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদা এর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আগামী 30 সেপ্টেম্বর। এই বিঞ্জপ্তিটি ব্যাঙ্ক অফ বরোদা এর আধিকারিক গনের এবং কর্মকর্তাগণ তাদের ব্যাঙ্ক অফ বরোদা এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে।
এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে শূন্য পদ কত? পদ গুলি কি কি? এই পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন? বয়সসীমার শর্তসাপেক্ষ? আবেদন পদ্ধতি কী রয়েছে? নিয়োগ পদ্ধতি কী রয়েছে? নিয়োগ স্থান কোথায়? এবং আবেদন করার শেষ তারিখ কবে? এইসব বিষয়ে খুটিনাটি তথ্য জানার জন্য এ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
পদের নাম :- এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে মোট চারটি ভিন্ন ভিন্ন পদ রয়েছে। এই চারটি ভিন্ন পদে শূন্য পদ রয়েছে ভিন্ন ভিন্ন। পদ গুলি হল :-
1. সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
2. ই রিলেশনশিপ ম্যানেজার
3. গ্রুপ সেলশ হেড
4. অপারেশন হেড ওয়েলথ
এই পদগুলির ভিত্তিতে শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা রয়েছে দেখে নিন এক নজরে :-
1. সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার :-
শিক্ষাগত যোগ্যতা :- এই পদের জন্য আপনি যদি আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ব্যাঙ্ক অফ বরোদা এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আপনাকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা :- এই পদের জন্য আপনাকে অবশ্যই 24 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে।
শূন্যপদ :- এই পদের জন্য শূন্যপদ ধার্য করেছে ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে 320 টি।
2. ই রিলেশনশিপ ম্যানেজার :-
শিক্ষাগত যোগ্যতা :- এই পদের জন্য যদি আপনি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ব্যাঙ্ক অফ বরোদা এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আপনাকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে।
বয়স সীমা :– এই পদের জন্য আপনাকে অবশ্যই 23 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে থাকতে হবে।
শূন্য পদ :-এই পদের জন্য শূন্যপদ ধার্য করেছে ব্যাঙ্ক অফ বরোদা এর পক্ষ থেকে 24 টি।
3. গ্রুপ সেলস হেড :–
শিক্ষাগত যোগ্যতা :- এই পদের জন্য আপনি যদি আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা :- এই পদের জন্য আপনাকে অবশ্যই 31 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে।
শূন্যপদ :-পদের জন্য শূন্যপদ ধার্য করা হয়েছে একটি।
4. অপারেশন হেড অয়েলথ:-
শিক্ষাগত যোগ্যতা :-এই পদের জন্য যদি আপনি আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সাথে এমবিএ ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।
বয়স সীমা :- এই পদের জন্য আপনাকে অবশ্যই 35 থেকে 50 বছর বয়সের মধ্যে হতে হবে।
শূন্যপদ :-এই পদের জন্য শূন্যপদ ধার্য করা হয়েছে একটি।
আবেদন পদ্ধতি:-
উপরোক্ত শূন্যপদ গুলিতে যদি আপনি আবেদন করার জন্য আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনাকে যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলি হল:-
1. ব্যাঙ্ক অফ বরোদা এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
2. রেজিস্ট্রেশন করতে হবে
3. সমস্ত নির্ভুল তথ্য দ্বারা ফরমটি পূরণ করতে হবে
4. আপনার একটি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে
5. আপনার স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে
6. ফাইনাল সাবমিট করতে হবে
7. পেমেন্ট করতে হবে
8. তাদের দেওয়া রেফারেন্স নাম্বার টির একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে
আবেদনের ফী:- এস সি /এস টি /পি ডব্লিউ ডি ক্যান্ডিডেটদের আবেদন ফি ধার্য করা হয়েছে 100 টাকা। অন্যান্য প্রার্থীদের জন্য 600 টাকা।
টাকা প্রদানের মাধ্যম:- অনলাইন
নিয়োগ পদ্ধতি:- লিখিত পরীক্ষা, দলগত আলোচনা, ব্যক্তিগত ইন্টারভিউ।
শেষ তারিখ:-
অনলাইন আবেদন শুরু হয়েছে আগামী 30 সেপ্টেম্বর 2022 এবং চলবে 20 অক্টোবর 2022 পর্যন্ত।
নিয়োগ স্থান :-
এই নিয়োগটি করা হবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাতে ব্যাঙ্ক অফ বরোদা এর শাখাগুলিতে।
এরকম চাকরির এবং অন্যান্য খবরের নিত্যনতুন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এই website নিয়মিত ভিজিট করবেন।