ভারতের বেকার যুবক-যুবতীদের জন্য আরও একটি নতুন খুশির খবর মিলল। আর সেটি হলো ভারতীয় ডাকবিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। এখানে আবেদনকারী প্রার্থীদের সারা ভারতের যে কোনো ডাক অফিসে পোস্টিং দেওয়া হবে। সারা দেশের যে কোনো রাজ্যের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারেন। এই দপ্তরের আবেদনকারী চাকরিপ্রার্থীদের নুন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ধার্য করা হয়েছে ঠিকই কিন্তু যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারাও এখানে আবেদন করতে পারবেন। তাহলে এবারে দেখে নেওয়া যাক যে এই দপ্তরে আবেদন করতে হলে তা কিভাবে করতে হবে, আবেদনকারীর বয়স কত হতে হবে, আবেদনের সময় সীমা কত এইসব।
পদের নাম:-
এই দপ্তরে আবেদন কারী সফল প্রার্থীদের Skilled Artisans নামক বিভাগে নিয়োগ করা হবে। এখানে তাদের M.V Mechanic , M.V Electrician, painter, Tyreman ইত্যাদি পদের হয়ে কাজ করতে হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:-
এই ভারতীয় ডাকবিভাগে চাকরি করার জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকারি স্কুল থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে যে কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ITI এর কোর্স করে থাকতে হবে। এই বিভাগে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে ও SC, ST, OBC ইত্যাদি সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:-
এখানে আবেদন করতে হলে আবেদনকারীদের সম্পূর্ণ প্রক্রিয়া টি অফলাইনের মাধ্যমে করতে হবে এখানে অনলাইন আবেদনের কোনো ব্যাবস্থা নেই। তাহলে এবারে দেখে নিই অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন।
১) প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।
২) তারপর সেখানে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইট টিতে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে
৩) এরপর এই অ্যাপ্লিকেশান ফর্ম টির একটি প্রিন্ট আউট বের করে নিন।
৪) এরপর সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৫) তারপর সেই ফর্ম টির মধ্যে আপনার এক কপি স্ক্যান করা পাসপোর্ট সাইজের ফটো নির্দিষ্ট স্থানে Paste করে দিন। এবং অ্যাপ্লিকেশান ফর্মের নীচে একটি Signature করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করে ফেলুন।
৬) এরপর ফর্মের সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে ফর্মের উপর লিখুন Application for the post of Artisans in Trade। এবং নির্ধারিত সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
ফর্ম টি ফিলাপ করার পর তার সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) দেশের নাগরিক হিসেবে আধার কার্ড এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা (যদি থাকে)।
৫) ড্রাইভিং লাইসেন্সের জেরক্স।
৬) ট্রেড সার্টিফিকেট এর জেরক্স।
৭) কেন্দ্রীয় সরকারের কমিউনিটি সার্টিফিকেট।
এক কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
আবেদনের শেষ তারিখ:-
এখানে এ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১৯/১০/২০২২ তারিখ পর্যন্ত। এর মধ্যেই আবেদন কারীদের আবেদন জানাতে হবে। এরপর পাঠানো আবেদন পত্র গ্ৰাহ্য হবে না।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
আবেদন পত্র টি ডাউনলোড করে ফিলাপ করার পর নির্দিষ্ট দিনের মধ্যে যে ঠিকানায় পৌঁছে দিতে হবে সেটা হল-
The Senior Manager(JAG), Mail Motor Service, No-37, Greams Road, Chennai- 600006.
প্রার্থী নির্বাচন পদ্ধতি:-
আবেদন পত্র জমা পড়ার পর আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। তারপর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিপ্রার্থীদের আবেদন কৃত পদের জন্য Skill Test এবং ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।