D.El.Ed ও b.ed ছাড়াই পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ | WB Primary School Parateacher Recruitment 2022

 

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে 1500 প্যারা টিচার নিয়োগ করা হবে। এক মাস হতে না হতেই রাজ্যে প্রাইমারি স্কুলে প্যারা টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দা আবেদন করার সুযোগ পাবেন। পুরুষ ও মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে আপনি প্যারাটিচার পদে শিক্ষক হতে পারবেন। চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নেবেন। নিচে অফিশিয়াল নোটিফিকেশন আছে যেটা ডাউনলোড করে ভালো করে পড়বেন।


পদের নাম:
পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলে প্যারা টিচার নিয়োগ।


নিয়োগ সংস্থা:
নিয়োগ করা হবে স্টেট প্রজেক্ট ডাইরেক্টর, পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের তরফে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং উচ্চমাধ্যমিকে কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে। SC/ST/OBC চাকরি প্রার্থীরা 45% নাম্বার পেলেও এখানে চাকরি করার সুযোগ পাবেন।


বয়স সীমা:
এখানে চাকরি করতে চাইলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 45 বছরের মধ্যে।

এখানে 50% শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত করা আছে।


আবেদন পদ্ধতি:
এখানে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


Step-1
: আপনারা অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যে আবেদন পত্র পেয়ে যাবেন সেটা আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।


Step-2:
এরপর আপনাকে আবেদনপত্রটি ভালোভাবে ফিলাপ করতে হবে।


Step-3:
এরপর আপনাকে আবেদনপত্রের সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার ডকুমেন্ট ও অন্যান্য ডকুমেন্ট সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রের উপর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে।


Step-4: 
সবশেষে আবেদনপত্রটি একটা খামে ভরে জমা দিতে হবে।


আবেদনপত্র জমা দেওয়া ঠিকানা:
The Education Cell, 2nd floor, Office of the District Magistrate, Jalpaiguri.


আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:
আপনি যদি এখানে আবেদনপত্রটি জমা করতে চান তাহলে আপনাকে 16.03.2022 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করে দিতে হবে ।

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে ভালো করে পড়ে জানতে পারবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment