D.le.ed ও b.ed ছাড়াই পশ্চিমবঙ্গের 1719 স্কুলে সরাসরি শিক্ষক নিয়োগ | WB School Teacher Recruitment 2022

 

পশ্চিমবঙ্গের 1719 স্কুলে ICT computer teacher নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় এবং প্রতিটি স্কুলে এই কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা এখানে চাকরি করার সুযোগ পাবেন। আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এটি আপনার জন্য একটি বিরাট বড় সুখবর। এখানে পুরুষ অথবা মহিলা সকলেই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এর তরফে। এখানে চাকরি করতে হলে আপনার d.el.ed বা b.ed যোগ্যতার কোন দরকার নেই । আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে।


পদের নাম
: ICT computer teacher


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার এক বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।


বয়স সীমা:
সরকারি চাকরির নিয়ম অনুযায়ী আপনাকে চাকরি করতে হলে এখানে 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।


বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে প্রায় 15000(Approx) হাজার টাকার মধ্যে বেতন দেওয়া হবে।


মোট শূন্যপদ:
1719 টি স্কুলে একজন করে নিয়োগ করা হবে । মোট নিয়োগ হবে 1719 টি শুন্যপদে।


আবেদনপত্র প্রকাশের তারিখ:
ইতিমধ্যেই এখানে আবেদনপত্রটি প্রকাশিত হয়েছে 19 জানুয়ারি 2022 তারিখে।


নিয়োগ পদ্ধতি:
অফিশিয়াল নোটিফিকেশন এ নিয়োগ পদ্ধতি সম্বন্ধে তেমন কিছু বলা হয়নি। তবে যতদূর সম্ভব সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি:
এখানে সরাসরি অনলাইনে বা অফলাইনে দুটো পদ্ধতিতেই আবেদন হতে পারে। আবেদন সম্পর্কে অফিশিয়াল নোটিফিকেশন এ তেমন কিছু বলা হয়নি। আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে পড়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। খুব শীঘ্রই এই নিয়োগ করা হবে রাজ্যে।

চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে আপনারা নিচের কোন অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভাল করে পড়ে নেবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment