কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতের বিখ্যাত LPG প্রস্তুতকারী কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation limited) এর সঙ্গে আশা করি আপনারা সকলেই পরিচিত। সারা দেশ জুড়ে এই কোম্পানির কয়েকশো শাখা গড়ে উঠেছে। এই শাখা গুলিতে নতুন করে কয়েক সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড(Indian Oil Corporation Limited) এর হেড অফিস এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশ জুড়ে কর্মী নিয়োগ করা হবে তাই সারা ভারতের যে কোনো রাজ্যের যে কোনো স্থান থেকে পুরুষ মহিলা সকল শিক্ষিত বেকার যুবক যুবতীরা এখানে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিশদে বুঝিয়ে বলা হল।
কোন কোন শূন্যপদে নিয়োগ করা হবে?
কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পরিচালিত Indian Oil corporation limited এর তরফ থেকে সারা দেশ জুড়ে গড়ে ওঠা এই কোম্পানির বিভিন্ন শাখা কোম্পানি গুলিতে যে সব শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
• Executive Level L1
• Executive Level L2
এখানে চাকরি পাওয়ার জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কত টাকা করে বেতন দেওয়া হবে?
সংশ্লিষ্ট কোম্পানির তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা থাকতে হবে সেগুলি হল-
Executive Level L1-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Civil Engineering/Instrumentation Engineering এ B.E/B.Tech কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও Mechanical/Electrical/Civil/Instrumentation এ ৩ বছরের ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমকরে ৫-১০ বছর পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ২৮/০৩/২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Executive Level L2-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Mechanical Engineering এ B.E/B.Tech এবং ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমকরে ১০-১৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ২৮/০৩/২০২৩ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর বার্ষিক ১৬ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
কিভাবে আবেদন করতে হবে?
Indian Oil Corporation Limited এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে সংশ্লিষ্ট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখান থেকে ‘What’s New’ অপশনে গিয়ে “Recruitment Of Experienced Personnel On Fixed Term Contract Basic for engagement as Fixed Term Employees In Reference Division-2023″এ ক্লিক করতে হবে।
৩) তারপর এই নিয়োগ প্রক্রিয়ার অ্যাপ্লিকেশান ফরম্যাটের আকারে একটি নতুন window open হবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জন্ম তারিখ, ঠিকানা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে Next Button এ ক্লিক করতে হবে।
৪) এরপর এক এক করে সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।
৫) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল, OBC, EWS প্রার্থীরা ৩০০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে। তবে SC, ST এবং PWD প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
আবেদনের সময় কি কি ডকুমেন্টস জমা দিতে হবে?
আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা ।
২) আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি পাস করার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা ।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।
৬) শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতার প্রমান পত্র স্ক্যান করা।
৭) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৮) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর অনুযায়ী একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করবে Indian Oil Corporation Limited।
কত দিনের মধ্যে আবেদন করতে হবে?
এখানে শূন্যপদ গুলি পূরনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার পোর্টাল ইতিমধ্যেই খুলে গিয়েছে এবং তা খোলা থাকবে আগামী ২২/০৩/২০২৩ বিকেল ৫ টা পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন কারন সময় সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।
ইন্টারভিউয়ের তারিখ:-
উপরিউক্ত শূন্যপদ গুলি পূরনের জন্য আগামী মে মাসের ৪ র্থ সপ্তাহে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।