ভারতের সবচেয়ে বড়ো বীমা কোম্পানি হল LIC(Life Insurance Corporation Of India)। দেশের সকল নাগরিকদের জন্য এই LIC নিয়ে এসেছে এক দুর্দান্ত আকর্ষণীয় পলিসি স্কিম। এই স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলেই একটা নির্দিষ্ট সময়ের পর বিনিয়োগকারীরা ১ কোটি টাকা ফেরত পাবেন। তবে আর খুব বেশিদিন এই স্কিমের সুবিধা উপলব্ধ থাকবে না। কিছুদিনের মধ্যেই এই পলিসি স্কিমের বৈধতা শেষ হয়ে যাবে। তাই আর বেশি দেরি না করে অতি দ্রুত LIC এর এই স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করুন আর মেয়াদ শেষে পুরো ১ কোটি টাকা ফেরত পান। আর এই বিশেষ পলিসি স্কিমের বিষয়ে আরও বিশদে জানতে আমাদের প্রতিবেদনটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ুন।
বিখ্যাত জীবন বীমা কোম্পানি LIC(Life Insurance Corporation Of India) মাঝে মাঝেই তার গ্ৰাহকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পলিসি স্কিম নিয়ে হাজির হয়। এবং এই পলিসি স্কিম গুলি গ্ৰাহকদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়। গ্ৰাহকদের সুবিধার্থে তৈরি করা LIC এর বিভিন্ন স্কিম গুলির মধ্যে উল্লেখযোগ্য হল “জীবন অক্ষয় পলিসি” যেখানে কোনো ব্যাক্তি যদি ৩০ বছর বয়স হওয়া মাত্রই এককালীন ১ লক্ষ টাকার প্রিমিয়াম জমা দেন তাহলে তিনি তার পর থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন।
আর আজ আমরা এমনই আরেকটি নতুন পলিসি স্কিমের বিষয়ে আপনাদের জানাতে চলেছি যার নাম হল এল আই সি ধনবর্ষা স্কিম। এই স্কিমে কোনো ব্যাক্তি যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তার মৃত্যুর পর তার নমিনি ১ কোটি টাকা ফেরত পাবেন। তবে এই পলিসি স্কিমের মেয়াদ আর খুব বেশিদিন নেই। আগামী ৩১ শে মার্চ পর্যন্ত এই পলিসি চলবে। তারপরে আর এই পলিসি করা যাবে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই পলিসি স্কিমের শর্তাবলী, সুবিধা ইত্যাদির বিষয়ে জেনে নেওয়া যাক। নীচে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
এল আই সি ধনবর্ষা স্কিমের শর্তগুলি কি কি?
এই এল আই সি ধনবর্ষা স্কিম এর শর্তগুলি হল-
১) এই স্কিমটি হল একটি সিঙ্গেল প্রিমিয়াম বীমা স্কিম। অর্থাৎ এখানে একজন ব্যাক্তি কেবলমাত্র একার নামেই পলিসি করতে পারবেন। এক্ষেত্রে কোনো জয়েন্ট পলিসি করা চলবে না।
২) এই স্কিমে টাকা বিনিয়োগ করলে পলিসিধারী সঞ্চয় এবং নিরাপত্তা উভয়েই পাবেন।
৩) এক্ষেত্রে পলিসিধারীর মৃত্যু হলে তিনি যাকে নমিনি রাখবেন তিনি পলিসিধারীর মৃত্যুকালীন সুবিধা বা ডেথ বেনিফিট পাবেন।
৪) এই স্কিমের বিশেষ বৈশিষ্ট্য হল এখানে বারবার প্রিমিয়াম জমা দিতে হয় না। এক্ষেত্রে প্রিমিয়াম জমা দেওয়ার দুটি বিকল্প পদ্ধতি রয়েছে।
এল আই সি ধনবর্ষা স্কিমের মাধ্যমে প্রাপ্য সুবিধা গুলি কি কি?
এই পলিসি স্কিমের মাধ্যমে প্রাপ্য সুবিধা গুলি হল-
১) এই স্কিমে কোনো পলিসিধারী যদি এককালীন ১০ লক্ষ টাকার প্রিমিয়াম জমা দেন তাহলে তার মৃত্যুর পর তার নমিনি ১২.৫ লক্ষ টাকা ফেরত পাবেন।
২) এই স্কিমে আরও একটি বিকল্প সুবিধা রয়েছে যেখানে ১০ লক্ষ টাকার পলিসি করলে পলিসিধারীর মৃত্যুর পর তার নমিনি ১ কোটি টাকা ফেরত পাবেন।
এই পলিসি স্কিমে বিনিয়োগ করতে হলে আপনার নিকটবর্তী যে কোনো LIC ব্রাঞ্চে গিয়ে সেখানকার এজেন্ট দের সঙ্গে কথা বলে এই পলিসির বিষয়ে আরও বিস্তারিত ভাবে সব জেনে তারপর যদি ইচ্ছুক হন তাহলে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে এই পলিসিতে বিনিয়োগ করুন। তবে যেহেতু ৩১ শে মার্চ পর্যন্ত এই স্কিমের বৈধতা উপলব্ধ রয়েছে তাই খুব বেশি দেরি না করে যা করার একটু তাড়াতাড়ি করবেন। তা না হলে সময়সীমা পেরিয়ে গেলে সুবর্ন সুযোগ হাতছাড়া হয়ে যাবে।