আমাদের দেশ তথা সমগ্র বিশ্বে কর্মসংস্থান বলতে সাধারণত কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করাকেই বোঝায়। এই পৃথিবীতে বসবাসকারী সুপ্রতিষ্ঠিত ব্যাবসায়ী বাদে বেশিরভাগ সাধারণ মানুষই হয় কোনো সরকারি প্রতিষ্ঠান নাহলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই দুই জায়গাতেই তো আর তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত চাকরি করতে পারবেন না। কারন যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা ৬০ বছর বয়স হওয়া মাত্রই সরকারি নিয়মানুযায়ী অবসর লাভ করবেন আর যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদেরও বেশি বয়স হয়ে গেলেই কোম্পানি কাজ থেকে ছাড়িয়ে দেবে কারণ কোম্পানির কাজে যেহেতু কাজের চাপ বেশি সেহেতু এখানে সাধারণত ইয়াং পারসেন দের কেই বেশি প্রয়োজন হয়। তাহলে মোটের উপর দাঁড়ালো কি যে আপনার বয়স ৬০ বছর পেরিয়ে যাওয়া মানেই আপনার জীবনে কর্মবিরতির পর কর্মবিরতি অর্থাৎ তখন শুধুমাত্র পেনশন এর টাকা অথবা চাকরি করা কালীন আপনি যেটুকু যা সঞ্চয় করতে পেরেছেন সেটুকু টাকার উপরে নির্ভর করেই আপনাকে আপনার সারা জীবন কাটাতে হবে। কিন্তু বর্তমানে যে হারে প্রতি নিয়ত জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়েই চলেছে তাতে করে এই সামান্য টাকাতে সংসার চালানো বৃদ্ধ বয়সে শরীর খারাপ করলে চিকিৎসা করানো এত সব প্রায় অসম্ভব। আর তাছাড়া যতদিন আপনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনি পেনশন পাবেন কিন্তু আপনি যখন আর এই পৃথিবীতে থাকবেন না তখন আপনার পরিবারের অন্যান্য সদস্যদের কি হবে? সেই ব্যাপারে কি কিছু ভেবেছেন? ভাবেন নি তো? থাক ছাড়ুন এই বিষয়ে আর আপনাদের ভাবতে হবে না কারণ এখন থেকে আপনার হয়ে এই ভাবনা ভাববে আমাদের দেশের একমাত্র বিশ্বাস যোগ্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি LIC। কারন LIC আপনাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন স্কিম। যার নাম LIC Saral Pension Plan। এর আগে LIC পক্ষ থেকে অনেক স্কিম চালু করা হয়েছে কিন্তু এই স্কিম আগের স্কিম গুলির তুলনায় একেবারে আলাদা।
এই স্কিমে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী টাকা Invest করে আমৃত্যু প্রতি মাসে একটি মোটা অংকের টাকা পেনশন হিসেবে পেতে পারেন। আপনি যদি ৩ লক্ষ টাকার মতো একবার invest করেন তাহলে প্রতি মাসে ১০০০ টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন। এই পেনশনের টাকা আপনারা প্রতি মাসে মাসে ও তুলে নিতে পারেন আবার দু’মাস অন্তর, তিন মাস অন্তর, ছয় মাস অন্তর বা এক বছর অন্তর ও তুলতে পারবেন।
আবার আপনি যদি এককালীন ১০ লক্ষ টাকা invest করেন তাহলে প্রতি মাসে ৪০০০ টাকা করে বার্ষিক ৫০০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন।
এই পেনশন পাবার বয়স সীমা:-
LIC এর স্কিম এর মাধ্যমে পেনশন পেতে হলে আপনার বয়স অবশ্যই ৪০-৮০ বছরের মধ্যে হতে হবে।
এই স্কিমের বিশেষ দ্রষ্টব্য:- এই স্কিমের বিশেষ দ্রষ্টব্য হল এই যে এই স্কিমে দুই ধরনের Plan রয়েছে একটি হল Life Annuity With Return Of 100% Of Purchase Pric এই Plan এ আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত পেনশন পাবেন। আপনি মারা গেলে আপনার নমিনিকে আপনি এককালীন যে টাকাটা জমা করেছিলেন সেটা ফেরৎ দেওয়া হবে। আর অন্যটি হল Joint life last surviver annuity with return of 100% of purchase price on death of the last surviver এই স্কিমে আপনি এবং আপনার পার্টনার দু’জনেই জীবিত থাকাকালীন পেনশন পাবেন এবং আপনাদের মধ্য থেকে কোনো একজন মারা গেলে অপর জনকে LIC কোম্পানির পক্ষ থেকে কভারেজ প্রদান করা হবে। সুতরাং আর দেরি না করে আজই LIC এর এই Plan এর সাথে যুক্ত হন আর সারা জীবনের মতো নিশ্চিন্ত থাকুন।