বর্তমানে চাকরি পাওয়া খুবই মুশকিল এই পরিস্থিতিতে শুধুমাত্র মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনি চাকরি পেয়ে যেতে পারেন । আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে বিরাট বড় চাকরির সুযোগ রয়েছে আপনার জন্য। আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ছেলে অথবা মেয়ে সকলেই এই চাকরির জন্য আবেদন যোগ্য। এটি পশ্চিমবঙ্গের নিয়োগ করা হবে। চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। আপনি এই চাকরি করতে আগ্রহী হলে অবশ্যই খবরটি শেষ পর্যন্ত পরণ তাহলে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
এখানে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ :
- সাফাই ওয়ালা,
- মেসেঞ্জার,
উচ্চ মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ:
- স্টেনোগ্রাফার গ্রেড 2,
- লোয়ার ডিভিশন ক্লার্ক।
বেতন:
মাধ্যমিক পাশের যেসব চাকরি রয়েছে অর্থাৎ সাফাইওয়ালা ও ম্যাসেঞ্জারের যদি চাকরি করে থাকেন তাহলে আপনি বেসিক পে 18000 টাকা পাবেন এবং সঙ্গে সরকারি বিভিন্ন ভাতা ও পে কমিশন অনুযায়ী আরও কিছু টাকা এর সঙ্গে যুক্ত হবে।
উচ্চ মাধ্যমিক পাশের যেসব চাকরি রয়েছে অর্থাৎ স্টেনোগ্রাফার গ্রেড 2 অল লোয়ার ডিভিশন ক্লার্ক এর চাকরি করে থাকেন তাহলে আপনি বেসিক পে 25000 টাকা পাবেন এবং সঙ্গে সরকারি বিভিন্ন ভাতা ও পে কমিশন অনুযায়ী আরও কিছু টাকা এর সঙ্গে যুক্ত হবে।
বয়স:
আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে 18 বছরের বেশি বয়স হতে হবে। এখানে বিভিন্ন সংরক্ষিত প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে। আপনি এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট www.ncs.gov.in গিয়ে দেখে নিতে পারেন। আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনাকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে www.indianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে। আবেদনপত্রটি পাঠাতে হবে স্পিড পোস্ট এর মাধ্যমে। আবেদনের খামের উপরে আপনাকে লিখতে হবে- application for the post of —————– (আপনি যেই পোস্ট এ আবেদন করবেন সেই পোষ্টের নাম)।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: আবেদনপত্র জমা করার শেষ তারিখ হচ্ছে 20 নভেম্বর।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Colonel (General Staff), Headquarters 111 Sub Area, Bengdubi Military Station, Post Office- Bengdubi, District- Darjeeling, PIN- 734424
H S.pass