আপনি কি মাধ্যমিক পাস করে বসে আছেন? তাহলে আপনার অবশ্যই জানা দরকার আমাদের রাজ্য ও কেন্দ্রে মাধ্যমিক পাশে কি কি চাকরি রয়েছে। আপনি যদি মাধ্যমিক
প্রথমে আপনাদের জেনে রাখা ভালো আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনাকে চাকরির পরীক্ষায় বসার জন্য অবশ্যই 18 বছর বয়স হতে হবে। আমাদের রাজ্যে ও কেন্দ্রে প্রতিবছরই মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হয়। কেন্দ্র সরকারের চাকরির নিয়মিত নিয়োগ করা হয় বছর বছর। কিন্তু রাজ্য সরকারি চাকরিতে সেরকম করে প্রতিবছর নিয়োগ করা হয় না। তবে মাধ্যমিক পাশে প্রচুর চাকরি রয়েছে।
আপনি যদি মাধ্যমিক পাশে কোন চাকরি পেয়ে থাকেন তাহলে আপনার বেতন শুরুতেই 18000 থেকে 27000 টাকা পর্যন্ত হতে পারে। তবে কোন কোন চাকরিতে এর থেকেও বেশি অথবা এর থেকেও কম হতে পারে।
মাধ্যমিক পাশে চাকরির পরীক্ষায় যে সমস্ত ধরনের কোশ্চেন আসে সেগুলো মূলত মাধ্যমিক লেভেলের হয় এবং কোশ্চেন খুবই সোজা থাকে। আপনি কিছুদিন প্রিপারেশন নিলে এই সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন।
এবার আসা যাক মূল আলোচনায় । পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাসে বিভিন্ন ধরনের চাকরি রয়েছে। এর মধ্যে কিছু চাকরি রাজ্য সরকারের ও কিছু চাকরি রয়েছে কেন্দ্র সরকারের। রাজ্য সরকারের চাকরির তুলনায় কেন্দ্র সরকারের চাকরির বেতন তুলনামূলকভাবে কিছুটা বেশি হয়। নিচে মাধ্যমিক পাশে যে সমস্ত চাকরি হয়েছে তার একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো-
1) রেলওয়ে গ্রুপ-D
2) SSC MTS (Multi Tasking Staff- মাল্টি টাস্কিং স্টাফ)
3) SSC GD Constable (General Duty)
4) WBPSC ক্লার্কশিপ
5) WBSSC গ্রুপ-C
6) রেলওয়ে টিকিট কালেক্টর (TTE)
7) কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত ধরনের গ্রুপ-D
8) পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable)
9) কোলকাতা পুলিশ কনস্টেবল
10) গ্রামীন ডাক সেবক (Post Office GDS)
11) হাইকোর্ট ক্লার্ক
12) পোস্টম্যান মেল গার্ড (Post Office Mail Guard)
13) ফুড সাব ইন্সপেক্টর (WBPSC Food SI)
এছাড়াও মাধ্যমিক পাশে আরো প্রচুর চাকরি রয়েছে যেগুলো বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরির কিছুদিন আগে জানিয়ে দেওয়া হয়। তবে আপনি যদি উপরোক্ত যেকোনো চাকরি করতে চান তাহলে আপনি আপনার প্রস্তুতি শুরু করে দিন এগুলোর জন্য প্রায় প্রতিবছরই পরীক্ষা আপনি দিতে পারবেন। তাই আপনি আপনার প্রস্তুতিতে সহজ সফল করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয় এখানে আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত চাকরির মক টেস্ট ও অন্যান্য খবরাখবর আপলোড করে থাকি। আপনি যেকোনো পরীক্ষায় দিতে যান তার আগে আপনি পরীক্ষার সিলেবাস, কোশ্চেন প্যাটান এবং পূর্ববর্তী কোশ্চেন এর ধারণা নিয়ে তবেই যাবেন তাহলে আপনি খুব সহজেই পরীক্ষাতে পাস করে যেতে পারবেন।
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…
View Comments
Railway Group-D
Ami kaj ta nity chai,,,er jonno ki ki korty hoby , please tell me
Ai job ta ami korta Chi ai job ta amr khub dorkar please bolban ki ki krbo job tar jonno
Ami ai job ta korta Chi
Ai job amr khub dorkar please bolban ai job ta korta ki korbo
Railway grup D ar job ta
Ba jokono jobar jonno ki ki korta haba aktu bolban