আবারও বন্ধন ব্যাংকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশে এবার নিয়োগ করা হবে। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বন্ধন জেনারেল ব্যাংকে। বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হবে। আপনি এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনি এই চাকরির জন্য অবশ্যই আবেদন করবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।
পদের নাম: ব্যাংকিং অপারেশন বা কাস্টমার সার্ভিস।
বেতন: আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে 12,500 টাকা থেকে 17,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
বয়স: আপনাকে এখানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
আপনাকে কি কি কাজ করতে হবে: ব্যাংকের যাবতীয় কাজ আপনাকে এই পোস্টের জন্য করতে হবে। ব্যাংকের খাতা খোলা, টাকা জমা করা, টাকা দেওয়া, চেক পাস করানো, ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি এই ধরণের কাজ আপনাকে করতে হবে।
পদের নাম: এগ্রিকালচার বিজনেস
বেতন: আপনি যদি এই পদে চাকরি করেন তাহলে আপনাকে 25,000/- টাকা বেতন দেওয়া হবে।
বয়স: আপনাকে এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
কি কি কাজ করতে হবে: আপনাকে এখানে কৃষি লোন সম্বন্ধীয় যাবতীয় কাজ করতে হবে।
পদের নাম: অ্যাডমিনিস্ট্রেশন
বেতন: আপনি যদি এই পদে চাকরি করেন তাহলে আপনাকে 30,000/- টাকা বেতন দেওয়া হবে।
বয়স: আপনাকে এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
কি কি কাজ করতে হবে: প্রধান মেইন ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ মধ্যে যোগাযোগ রক্ষা করা।
আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমেই আপনাকে বন্ধন ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে তারপর career বলে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনাকে জয়েন join our team ক্লিক করতে হবে। এর পরে আপনি আপনার ইচ্ছা মতন পোস্ট টি সিলেক্ট করে আবেদন করবেন। সরাসরি আপনারা নিচের লিংকে ক্লিক করেও আবেদন করতে পারেন ।
APPLY NOW: CLICK HERE
Thanks you
My dear sir mam
I would like to get a job in agriculture business in your company I have 1 year experience I would be grateful if you could join me in your company
SMS by। Chiranjit Ghosh