Recruitment of staff in West Bengal | পশ্চিমবঙ্গে 10 হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি

 

সমগ্র রাজ্য জুড়ে প্রায় 10 হাজারের বেশি কর্মী নিয়োগ হতে চলেছে। একটি নিয়োগ করা হবে টাটা এআইজি কোম্পানির তরফে। টাটা এআইজি সকলকে পরিষেবা দেবার জন্য 100 টি নতুন ডিজিটাল শাখার সূত্রপাত করেছে। বর্তমান সমগ্রদেশের 25 টি রাজ্যের 175 টি শহরে এর প্রভাব বিস্তার করেছে এবং সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলছে। এই সংস্থাটি সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের লোনের ব্যবস্থা করে থাকে।

সমগ্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশে এর প্রভাব সবথেকে বেশি। এই সংস্থাটির নতুন করে 100 টি ডিজিটাল শাখার সূত্রপাত করেছে যার মধ্যে 60 টিরও বেশি শাখায় কাজ শুরু হয়ে গিয়েছে এবং বাকি শাখাগুলোতে কর্মী নিয়োগ চলছে এবং খুব শীঘ্রই সেই শাখাগুলোর কাজও শুরু হয়ে যাবে। পাখি শাখাগুলোতে ও নভেম্বরের শেষের মধ্যে কর্মী নিয়োগ করে কাজ শুরু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

বীমা প্রচারের জন্য মূলত চালু হয়েছিল এই নতুন শাখা গুলি সেগুলো ভিডিও কলের মাধ্যমে কাস্টমার বা অধিকারীদের সঙ্গে কথা বলতে সক্ষম হবেন। টাটা এআইজি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর চিফ এক্সিকিউটিভ অফিসার তাহিলানি বলেছেন- এই পরিস্থিতিতে মানুষ অর্থ নিরাপত্তা দেওয়ার জন্যই আমাদের এই পরিষেবা চালু করা হয়েছে।

এই 100 নতুন শাখার মধ্যে 70 টি শাখায় এমন এলাকায় তৈরি করা হয়েছে যেখানে এর আগে কোন পরিষেবা চালু হয়নি। তাই সাধারণ মানুষ এই পরিষেবার লাভ উঠাতে পারবে এবং নতুন করে এই পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য 10 হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে।

আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানতে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
OFFICIAL WEBSITE: CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

 

1 thought on “Recruitment of staff in West Bengal | পশ্চিমবঙ্গে 10 হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি”

Leave a Comment