SBI তে অ্যাকাউন্ট থাকলেই পাবেন ৫৭,০০০ টাকা , কিভাবে জেনে নিন | SBI Bank Offer

 

প্রত্যেক SBI গ্ৰাহকের জন্য দুর্দান্ত সুখবর। সকল গ্ৰাহকদের জন্য SBI নিয়ে এসেছে একটি ধামাকাদার স্কিম। সম্প্রতি সংশ্লিষ্ট ব্যাঙ্কের হেড অফিসের তরফ থেকে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন এই স্কিমের বিষয়ে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এখন থেকে SBI তে অ্যাকাউন্ট থাকলেই বিশেষ এই স্কিমের আওতায় প্রতি মাসে কিছু করে টাকা বিনিয়োগ করলে  ‌‌‌‌‌মেয়াদ শেষে জমানো আসল তো পাওয়া যাবেই তার সঙ্গে সুদ হিসেবে ৫৭,৬৫৮ টাকা সরাসরি অ্যাকাউন্টে পাওয়া যাবে। সবচাইতে বড় বিশেষত্ব হল এইটাই যে, এই স্কিমের আওতায় টাকা বিনিয়োগ করার কোনো নির্দিষ্ট সীমা ধার্য্য করা হয়নি। গ্ৰাহকেরা তাদের সুবিধা অনুযায়ী এখানে টাকা বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে মাত্র ১০০ টাকা থেকে তারা বিনিয়োগ শুরু করতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে এই স্কিমের বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।

      আমাদের সকলেরই উচিত যতদিন পর্যন্ত পরিশ্রম করে উপার্জন করতে পারছি সেই সময়ের মধ্যে নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের ভবিষ্যতের জন্য কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করে রাখা। যাতে করে বৃদ্ধ বয়সে যখন আমাদের আর পরিশ্রম করে অর্থ উপার্জন করার ক্ষমতা থাকবে না তখন বা যখন আমরা আর এই পৃথিবীতে থাকব না তখন এই সঞ্চয় করে রাখা অর্থ দিয়ে যাতে জীবনযাত্রা অতিবাহিত করা যায়। কিন্তু শুধুমাত্র অর্থ সঞ্চয় করে রাখার পরিকল্পনা করলেই তো আর হবে না। সেই অর্থ সঠিক জায়গা মতো বিনিয়োগ করতে হবে যাতে তার থেকে পাওয়া সুদের পরিমাণ অধিক হারে হয়। কিন্তু যত দিন যাচ্ছে পোস্ট অফিস বা ব্যাঙ্কে সাধারণ ফিক্সড্ ডিপোজিটের আওতায় সুদের হার এতটাই কমে যাচ্ছে যে সেখানে অর্থ বিনিয়োগ করে বিনিয়োগকারীরা তেমন ভাবে লাভবান হতে পারছেন না।

       আর সেই কারণেই দেশের প্রতিটি জনগণের কল্যানার্থে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে একটি বিশেষ রেকারিং ডিপোজিট স্কিম। যে স্কিমের আওতায় প্রতি মাসে অর্থ বিনিয়োগ করলে প্রত্যেক বিনিয়োগকারী মেয়াদ শেষে পেয়ে যাবেন মোটা অংকের সুদ। যার ফলে অন্যান্য সব স্কিমের আওতায় অর্থ বিনিয়োগ করার তুলনায় SBI কর্তৃক প্রচলিত এই বিশেষ স্কিমে অর্থ বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা অধিক মাত্রায় লাভবান হতে পারবেন।

        স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিশেষ রেকারিং ডিপোজিট স্কিমের আওতায় অ্যাকাউন্ট খুলে কোনো বিনিয়োগকারী যদি প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে ৫ বছর পর মেয়াদ শেষে পেয়ে যাবেন ৫৭,৬৫৮ টাকা সুদ। চলুন বিষয়টি আরও স্পষ্ট ভাবে বুঝিয়ে বলা যাক।

       ধরা যাক কোনো SBI গ্ৰাহক যদি এই রেকারিং ডিপোজিট স্কিমের আওতায় অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমা জমা রাখেন তাহলে ১২ মাসে তার মোট জমানো টাকার পরিমাণ দাঁড়াবে ৬০,০০০ টাকা। এই স্কিমের টাকা জমানোর সময়সীমা হল ৫ বছর। তাই ১ বছরে জমানো টাকার পরিমাণ যদি ৬০,০০০ টাকা হয় তাহলে ৫ বছরে মোট জমানো টাকার পরিমাণ দাঁড়াবে ৩,০০,০০০ টাকা। এই স্কিমের আওতায় দেওয়া বার্ষিক সুদের হার হল ৬.৭৫ শতাংশ। সুতরাং ৫ বছর পর বিনিয়োগকারী তার জমানো মোট ৩,০০,০০০ টাকার উপর বার্ষিক ৬.৭৫ শতাংশ সুদের হারে সুদ আসল মিলিয়ে মোট ৩, ৫৭,৬৫৮ টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

      কোনো ৬০ উর্ধ্ব বয়সী অর্থাৎ নবীন গ্ৰাহক যদি এই স্কিমের আওতায় টাকা বিনিয়োগ করেন তাহলে তাকে সিনিয়র সিটিজেন ফসিলিটি দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে তাকে ৬.৭৫শতাংশের জায়গায় বার্ষিক ৭.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। এই SBI রেকারিং ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খোলার পর শুরুতেই আপনারা প্রতি মাসে ১০০ টাকা করে জমা রাখতে পারেন। তবে এই স্কিমের আওতায় টাকা বিনিয়োগ করার জন্য অ্যাকাউন্ট খুলতে হলে ১,০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর মাসে মাসে বিনিয়োগ করতে পারবেন। 

      তবে এই বিশেষ স্কিমের অফারটি কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তাই যত শীঘ্র সম্ভব আপনার নিকটবর্তী SBI এর ব্রাঞ্চে গিয়ে এই স্কিমের বিষয়ে বিশদে জানুন। আর তারপর যদি সুবিধা মনে করেন তাহলে অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে মাসে নিজের সামর্থ্য অনুযায়ী টাকা বিনিয়োগ করে মেয়াদ শেষে অধিক হারে সুদ পাওয়ার সুবিধা লাভ করুন।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment