বেকার চাকরিপ্রার্থীদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দুর্দান্ত নিয়োগের সুখবর। সম্প্রতি এই ব্যাঙ্কের তরফ থেকে এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সারা দেশ জুড়ে গড়ে ওঠা স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখা গুলিতে প্রচুর সংখ্যক শূন্যপদে এই নিয়োগ কার্যের মধ্য দিয়ে কর্মী নিয়োগ করা হবে। সারা দেশের যে কোনো প্রান্ত থেকে সকল নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বেকার যুবক যুবতীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তবে তাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। নীচে এই বিষয়ে যাবতীয় তথ্য যেমন আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সের মাপদন্ড, নির্বাচন পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল।
আবেদন পদ্ধতি:-
সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। এবং তা যেভাবে করতে হবে তা হল-
১) আবেদনকারীকে প্রথমে SBI এর অফিসিয়াল ওয়েবসাইট www.sbi.co.in অথবা www.bank.sbi/careers এ ভিজিট করতে হবে।
২) তারপর সেখানে Career অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর রেজিস্ট্রেশন এর লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে SBI এর পক্ষ থেকে প্রত্যেক আবেদনকারীকে আলাদা আলাদা User Id ও Password দেওয়া হবে।
৫) এই User Id ও Password দিয়ে Login করলে অনলাইন আবেদন পত্র আসবে। সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, ই-মেইল আইডি, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে আবেদন পত্রটি পূরন করতে হবে।
৬) এরপর সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সব ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে নির্দিষ্ট পরিমাণ আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।
৭) সবশেষে পূরণ করা আবেদন পত্র ও আবেদন মূল্যের রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
নিয়োগ পদ্ধতি:-
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র সহ বাকি সব প্রয়োজনীয় ডকুমেন্টস ভালোকরে যাচাই করা হবে। এরপর যাদের সবকিছু ঠিকঠাক থাকবে তাদেরকে প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। এতে যারা যারা সফল হবেন তাদেরকে শর্টলিস্ট করে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এই সবকিছুতে প্রাপ্ত নম্বর একসাথে যোগ করে সেই অনুযায়ী যাদেরকে যোগ্য বলে মনে করা হবে তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
শূন্যপদ গুলির নাম:-
SBI এর মুখ্য শাখার তরফ থেকে সারা দেশ জুড়ে গড়ে ওঠা শাখা গুলিতে সব মিলিয়ে মোট ২১৭ টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। সেক্ষেত্রে যে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
• Manager
• Deputy Manager
• Assistant Manager সহ আরও বেশ কিছু।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে BCA/B.Tech/M.Tech/Information and Technology/Software Engineering/Computer Science/Electronics and Communication Engineering এ ডিগ্ৰি কোর্স Complete করে থাকতে হবে। সেইসঙ্গে যে পদের জন্য আবেদন করবেন সেই পদে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সের মাপদন্ড:-
এক্ষেত্রে উল্লেখিত প্রতিটি পদের জন্যই আবেদনের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারন করা হয়েছে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো:-
প্রতিটি পদের ক্ষেত্রেই নির্বাচিত প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেতন কাঠামো অনুযায়ী প্রতি মাসে বেতন প্রদান করা হবে।
প্রয়োজনীয় তথ্যাবলী:-
আবেদনের ক্ষেত্রে যে সব প্রয়োজনীয় তথ্য গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) পরিচয় পত্র হিসেবে আধার অথবা ভোটার কার্ড।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
৬) পাসপোর্ট সাইজের ফটো।
৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার।
৮) লেফট থাম্ব ইমপ্রেশন।
৯) সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট।
নির্ধারিত আবেদন মূল্য:-
উল্লেখিত পদ গুলির মধ্যে যে কোনো একটিতে আবেদনের ক্ষেত্রে একমাত্র SC, ST বাদে যে কোনো ক্যাটাগরির প্রার্থীদের ৭৫০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ:-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত উল্লেখিত শূন্যপদ গুলির জন্য অনলাইনে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং আবেদন করার শেষ তারিখ হল ১৯/০৫/২০২৩।
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…