WB 2017 Primary TET Result | খুব দ্রুতই বের হতে যাচ্ছে 2017 প্রাইমারি টেট রেজাল্ট

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান এর পর অবশেষে 2017 পরীক্ষার রেজাল্ট বের হতে যাচ্ছে খুব শীঘ্রই এমনটাই জানিয়ে দিল আমাদের প্রাইমারি শিক্ষা বোর্ডের পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। দীর্ঘ আন্দোলন ও নানান ঝামেলার পর অবশেষে 2017 প্রাইমারি টেট চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটি সুখবর আসতে চলেছে কিছুদিনের মধ্যেই। দীর্ঘদিন ধরে 2017 প্রাইমারি টেটের রেজাল্টের পথ চেয়ে বসে আছে প্রায় আড়াই লক্ষ চাকরিপ্রার্থী। কিন্তু অবশেষে প্রতীক্ষার অবসান শেষ হতে যাচ্ছে। প্রতীক্ষার দিন শেষ হয়ে শুরু হতে যাচ্ছে নিয়োগ-প্রক্রিয়ার কার্যক্রম। যারা 2017 সালে প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিল তাদের জন্য অবশ্যই এটি একটি বিশাল বড় সুখবর।

আপনারা সকলেই জানেন 2017 সালের মাঝামাঝি টাইমে টেট পরীক্ষা নেওয়ার নোটিফিকেশন বের হয়েছিল। অবশেষে 2017 সালের নভেম্বর মাসের দিকে টেট পরীক্ষার ফর্ম ফিলআপ করানো হয়। কিন্তু ফরম ফিলাপ করানোর পরেও অপেক্ষায় দিন গুনতে হয়েছে দীর্ঘ তিন বছর প্রাইমারি টেট চাকরিপ্রার্থীদের। 2017 সালের ফরম ফিলাপ করা হলেও 2021 সালের 31 জানুয়ারি প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয় প্রাইমারি বোর্ডের তরফে। অবশেষে দীর্ঘ আট মাস পরে বের করা হয় প্রাইমারি টেট এর অ্যানসার কি। এরপর পর্ষদ এর তরফ থেকে বলা হয় পুজোর পরে প্রাইমারি টেট এর রেজাল্ট বের করা হবে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও প্রাইমারি টেট এর রেজাল্ট বের না হয় 2017 সালে প্রাইমারি টেটের চাকরিপ্রার্থীদের রেজাল্টের জন্য দীর্ঘ আন্দোলন করতে থাকে।

অবশেষে 26 শে নভেম্বর পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এর সঙ্গে প্রাইমারি টেটের চাকরিপ্রার্থীরা দেখা করার সুযোগ পায়। সেখানেই প্রাইমারি বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য 2017 প্রাইমারি টেট এর রেজাল্ট নিয়ে বিস্তর আলোচনা করেন এবং বলেন খুব শীঘ্রই 2017 প্রাইমারি টেট এর রেজাল্ট বের করা হবে। কয়েকদিনের মধ্যেই বেরিয়ে যাবে 2017 প্রাইমারি টেট এর রেজাল্ট ।এছাড়াও পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য আরো বলেন এবার যে রেজাল্ট বেরোবে সেটা সম্পূর্ণ ত্রুটিমুক্ত থাকবে এবং আইনি জটিলতা মুক্ত থাকবে। সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তাই এখানে আইনি জটিলতার কোন প্রশ্নই আসবেনা। তিনি আরো বলেন 2014 সালের প্রাইমারি টেট এর সমস্ত ঝুটঝামেলা ও আইনি জটিলতা মিটিয়ে দেওয়া হয়েছে তাই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।  2017 সালের প্রাইমারি টেট এর রেজাল্ট খুব দ্রুত বের হয়ে খুব দ্রুতই আবার এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি।

আরও জানানো হয়েছে প্রাইমারি টেটে এবার মেধা ও স্বচ্ছতা একমাত্র ভরসা। অসচ্ছ ভাবে প্রাইমারি টেটে কোন নিয়োগ প্রক্রিয়া করা হবে না। যারা ভালোভাবে প্রাইমারি টেট পরীক্ষা দিয়ে পাস করবে এবং মেধার ভিত্তিতে শুধুমাত্র তারাই প্রাইমারির চাকরি পাবে।

Leave a Comment