আবার নতুন করে পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর। জানানো হয়েছে পশ্চিমবঙ্গে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একটি করে বাংলা সহায়তা কেন্দ্র(BSK) গড়ে তোলা হবে। এই সুবিধা যাতে গ্রাম গঞ্জের প্রত্যেকটি মানুষ এমনকি প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামের মানুষ উপভোগ করতে পারে এর জন্যই বিশেষ করে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নতুন করে বিএসকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যত ধরনের সরকারি প্রকল্প রয়েছে সমস্ত ধরনের সরকারি প্রকল্প অনলাইনের মাধ্যমে এবং বিনামূল্যে আবেদন করা যাবে এসব বিএসকে কেন্দ্রগুলো থেকে। সাম্প্রতি BSK থেকে আরো নতুন নতুন কিছু সংযুক্ত করা হয়েছে যেগুলো কাজকর্মও মানুষজন এই BSK সেন্টার থেকে করিয়ে নিতে পারবেন সেগুলি হল বিদ্যুতের বিল, জমির মিউটেশন ও খাজনা দেওয়ার কাজ।
ইতিমধ্যেই পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকের বিএলআরও অফিসের দুর্নীতি ফাঁস হয়েছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আমাদের রাজ্যের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্নীতি বিএলআরও অফিস এর পাশাপাশি আরও লাগোয়া কিছু দোকানেও হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ জন। মূলত এই সমস্ত দুর্নীতি দমন করার জন্যই বিশেষ করে নতুন নতুন বিএসকে সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। প্রত্যেকটি BSK সেন্টারে দুজন করে কর্মী নেওয়া হবে। তাই সমগ্র রাজ্যজুড়ে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সংকেত পাওয়া যাচ্ছে। তবে অফিশিয়ালি ভাবে এখনো তেমন কিছু জানানো হয়নি।
বর্তমান সমগ্র রাজ্যজুড়ে মোট 3561টি bsk সেন্টার রয়েছে। যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিএসকে সেন্টার নেই সে সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলোকে নির্বাচন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ করে নবান্নের তরফ থেকে এবং সেই মর্মে প্রত্যেকটি রাজ্যের জেলা শাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। যদি কোন গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করা না থাকে তাহলে সেই জায়গা গুলোর নাম দ্রুত জমা দেওয়ার কথা জানানো হয়েছে। জানানো হয়েছে প্রত্যেকটি bsk কেন্দ্রগুলোতে যেগুলো নতুন করে নিয়োগ করা হবে প্রত্যেকটিতে এই কার্যক্রম পরিচালনা করার জন্য দুজন করে কম্পিউটার অপারেটর নেওয়া হবে।
ইতিমধ্যেই নতুন করে যে সমস্ত এলাকায় bsk কেন্দ্র তৈরি হবে সে সমস্ত এলাকায় বিএসকে কেন্দ্রগুলো তৈরি করার জন্য জায়গা দেখতে বলা হয়েছে প্রত্যেকটি জেলার জেলা প্রশাসনকে। জানানো হয়েছে প্রত্যেকটি bsk কেন্দ্র তৈরি করতে গেলে কমপক্ষে 150 বর্গ ফুট জায়গার প্রয়োজন যেখানে দুজন বসে কাজ করতে পারবে এবং দুটো কম্পিউটার রাখা যাবে। কোন গ্রাম পঞ্চায়েতের অফিসের ভিতরে bsk কেন্দ্র করা যাবেনা, গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে কেন্দ্রগুলো তৈরি করতে হবে এমনটা ও নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই জানানো হয়েছে নতুন করে যেসব কেন্দ্রগুলো তৈরি করা হবে সেগুলো গ্রাম পঞ্চায়েত লাগোয়া হতে হবে বা কোন বাড়িতে হতে পারে।
Main Article Link:CLICK HERE
তথ্যসূত্র: বর্তমান পত্রিকা