সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের সুখবর। রাজ্যে সিভিল কোর্টে একাধিক ধরনের গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস যোগ্যতাতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হলেই নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শূন্যপদ গুলির নাম:-
সিভিল কোর্টে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে দুই ধরনের গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। যে যে পদ গুলিতে কর্মী নেওয়া হবে সেগুলি হল-

* লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট
* সামন বেইলিফ

বয়সের মাপদন্ড:-
উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৫ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক OBC ও SC ক্যাটাগরির প্রার্থীরা ৩ বছর এবং ST ও PWBD ক্যাটাগরির প্রার্থীরা ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

বেতনের পরিমাণ:-
উপরিউক্ত শূন্যপদ দুটির মধ্যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

অন্যদিকে, সামন বেইলিফ পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:-
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

সামন বেইলিফ পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত স্কুল থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:-
সিভিল কোর্টের অধীনে গ্ৰুপ সি পদ দুটিতে চাকরির জন্য আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে। যেমন-

১) সবার আগে সিভিল কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট https://citycivilcourtcalcutta.dcourts.gov.in/ বা কলকাতা উচ্চ আদালতের অফিসিয়াল ওয়েবসাইট https://www.calcuttahighcourt.gov.in/ এ প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে।

৪) তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

৫) সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন করার সময় যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-

১) জন্ম তারিখের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।

২) পরিচয় পত্রের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।

৩) পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট।

৪) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

৫) রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

নির্বাচন পদ্ধতি:-
উপরিউক্ত শূন্যপদ দুটির মধ্যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে একটি অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা ও একটি ডেসক্রিপ্টিভ টাইপ লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করে চাকরিতে নিয়োগ করা হবে।

অন্যদিকে, সামন বেইলিফ পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে শুধুমাত্র একটি অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন মূল্যের পরিমাণ:-
উক্ত শূন্যপদ দুটির মধ্যে যে কোনো একটিতে চাকরির জন্য আবেদন করতে হলে জেনারেল ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদেরকে ৬০০ টাকা করে এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ৪৫০ টাকা করে আবেদন মূল্য হিসেবে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:-
সিভিল কোর্টের পক্ষ থেকে প্রকাশিত শূন্যপদ গুলিতে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে এবং তা চলবে আগামী ১৬ ই ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। আপনারা যারা আবেদন জানাতে ইচ্ছুক তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

Leave a Comment