WB Group C recruitment 2022 | নতুন করে জেলায় জেলায় Co-ordinator কর্মী নিয়োগ

 

কোনরকম আবেদন ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের জেলায় জেলায় কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আবারো রাজ্যের একটি জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ স্থানে পৌঁছে গিয়ে ইন্টারভিউ দিয়ে আপনি চাকরি পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের সকল বাসিন্দাই এখানে ইন্টারভিউ দিতে যেতে পারবেন।


পদের নাম: Coordinator


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আপনি যে কোন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন পাস হলেই এবং সঙ্গে যেকোনো জায়গা থেকে এক বছরের কম্পিউটার সার্টিফিকেট করা থাকলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।


নিয়োগ স্থান:
আপনাকে নিয়োগ করা হবে উত্তর 24 পরগনা জেলায়।


আবেদন পদ্ধতি:
আপনাকে এখানে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট দিনে।


ইন্টারভিউ ডেট:
আপনাকে 7 জানুয়ারি 2022 তারিখে ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে। দুপুর 11:00 থেকে 12 টা পর্যন্ত ইন্টারভিউ জন্য রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে। 12 টার পরে উপস্থিত হলে আপনার আর ইন্টারভিউ নেওয়া হবে না।


ইন্টারভিউ স্থান:
Office Of The Basirhat Health District, Basirhat DH Compound, Badartala, Basirhat 743292. 

READ MORE: মাধ্যমিক পাশের নিজের ব্লকে কর্মী নিয়োগ



বয়স:
 এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই 21 বছর থেকে 40 বছর বয়স হতে হবে। আপনি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।


বেতন:

Coordinator : 45,000/-


ইন্টারভিউ দিনে যে সব ডকুমেন্টস নিয়ে উপস্থিত হবেন:

  • মাধ্যমিকের এডমিট ও মার্কশিট
  • উচ্চ মাধ্যমিকের মার্কশীট
  • অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
  • ভোটের কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড
  • দুই কপি পাসপোর্ট সাইজের ফটো

উপরের সমস্ত ডকুমেন্টস গুলো অরিজিনালের সঙ্গে জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন।

এছাড়াও চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত তথ্য ইন্টারভিউ স্থান ও যাবতীয় তথ্য আপনারা অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিতে পারবেন। নিচে অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হল সেখানে ক্লিক করে আপনারা সরাসরি বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিন।অফিশিয়াল নোটিফিকেশন গুলো ভালো করে পড়ে তবেই আবেদন করবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

READ MORE: পশ্চিমবঙ্গের সরকারি কলেজে প্রচুর গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ

 বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment