ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন পর্ব – 5। WB India General knowledge question Answer Practice set – 5

আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন। যেগুলির উত্তর হয় তো আমাদের অনেকেরই জানা বা অনেকের হয়তো জানা নেই। তাই এই অজানা বা জানা প্রশ্ন গুলি আপনাদের সামনে মক টেস্ট আকারে তুলে ধরা হলো। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর সমাধান করার চেষ্টা করবেন। আর এই মক টেস্ট গুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ভাবে কাজে লাগে। তাই যে সকল পার্টি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তারা অবশ্যই এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবেন

 

ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। পর্ব নাম্বার – 5. আপনারা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিদিন আমরা একটা করে মক টেস্ট নিয়ে আসবো।

 

 

1. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন ?

 

A. বাল গঙ্গাধার তিলক

B. রাজা রামমোহন রায়

C. জে.এ.হিকি

D. লর্ড উইলিয়াম

 

Ans – জে.এ.হিকি।

 

2. পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি ?

 

A. ভ্যাটিকান সিটি

B. ভুটান

C. নেপাল

D. জর্ডান

 

Ans – ভ্যাটিকান সিটি।

 

3. পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি ?

 

A. চীন

B. জাপান

C. আমেরিকা

D. রাশিয়া

 

Ans – রাশিয়া।

 

4. আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?

 

A. উত্তরপ্রদেশ

B. রাজস্থান

C. বিহার

D. আসাম

 

Ans – রাজস্থান।

 

5. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?

 

A. নেপাল

B. বাংলাদেশ

C. শ্রীলঙ্কা

D. ভুটান

 

Ans – ভুটান।

 

6. বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি ?

 

A. আমেরিকা

B. নেপাল

C. ভুটান

D. বাংলাদেশ

 

Ans – ভুটান।

 

7. ভারতের জাতীয় মাছ কি ?

 

A. রুই

B. ইলিশ

C. তিমি

D. শুশুক

 

Ans – শুশুক।

 

8. ভারতের রাঢ় নামে কোন শিল্প নগরীটি পরিচিত ?

 

A. আসানসোল

B. দুর্গাপুর

C. রাউরকেল্লা

D. বার্নপুর

 

Ans – দুর্গাপুর।

 

9. দামোদর নদীর উৎস হল –

 

A. পাঞ্চেৎ পাহাড়

B. জোড়ান্দা ফলস

C. রাজমহল পাহাড়

D. রাজারাপ্পা ফলস

 

Ans – রাজমহল পাহাড়।

 

10. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল –

 

A. সান্দাকফু

B. সুখিয়াপোখরি

C. টংলু

D. টাইগার হিল

 

Ans – সান্দাকফু

 

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।

Leave a Comment