2014 সালের টেট পাস করার নট ইনক্লুড চাকরিপ্রার্থীরা তুমুল আন্দোলন শুরু করে দিয়েছে। এদিকে 2017 সালে পাশ করা প্রাইমারি চাকরিপ্রার্থীরাও রেজাল্টের জন্য আন্দোলন চালাচ্ছে। অন্যদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ও চলছে অবস্থান-বিক্ষোভ। রাজ্যে শুরু হয়েছে চাকরিপ্রার্থীদের এক বিশৃঙ্খল অবস্থা। কিন্তু এই পরিস্থিতিতেও সরকার কি করে চুপ করে বসে আছে সেটাই ভাবাচ্ছে সকলকে। এদিকে 2014 সালে পাশ করার নট ইনক্লুড চাকরিপ্রার্থীদের দাবি অনেকেই পরীক্ষায় পাস না করেও চাকরি করছে, আর আমরা পরীক্ষায় পাশ করার পরেও সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না, আমরা পথে পথে ঘুরে ঘুরে আন্দোলন করে বেড়াচ্ছি।
এই পরিস্থিতিতে সরকার যদি চাপে পড়ে 2014 সালে চাকরিপ্রার্থীদের আবার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করে তাহলে 2017 সালের চাকরিপ্রার্থীদের রেজাল্ট আরও পিছিয়ে যাবে বলে অনুমান করা যাচ্ছে। এহেন বিশৃঙ্খল অবস্থায় সরকারের ওপর আরো চাপ সৃষ্টি করতে হবে, না হলে 2017 রেজাল্ট হয়তো বেরোতে অনেকটা দেরি হয়ে যাবে।
আমাদের রাজ্যের চাকরির অবস্থা খুবই খারাপ। আন্দোলন না করে সরকারের কাছ থেকে কোনকিছুই ছিনিয়ে নেওয়া যাচ্ছে না । সরকার নির্দ্বিধায় কোন স্কুল সার্ভিস চাকরি স্বেচ্ছায় দিচ্ছে না। একের পর এক দুর্নীতির অভিযোগ আচ্ছে আর কলকাতা হাইকোর্টে কেস পিটিশন হচ্ছে এবং আটকে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এইভাবে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে আর রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে কোন না কোন কেস পিটিশন হয়ে যাচ্ছে এবং তার দরুন দীর্ঘদিন আটকে পড়ছে নিয়োগ প্রক্রিয়া সমস্যায় ভুক্তভোগী হচ্ছে সমস্ত চাকরিপ্রার্থী।
বর্তমান যে পরিস্থিতি তাতে আপার প্রাইমারি বলুন আর প্রাইমারি বলুন আপনারা আপনাদের দাবি সরকারের কাছ থেকে আদায় করে নিতে হলে তুমুল আকারের বৃহত্তর আন্দোলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তবেই যেকোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। না হলে আমাদের রাজ্যে দেখা যাচ্ছে অপেক্ষার পর অপেক্ষা করিয়ে রাখছে সরকার । যেটা বাস্তব আমরা দেখতে পাচ্ছি। আপার প্রাইমারিতে যদি স্বচ্ছভাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমিশন সম্পূর্ণ করত করতো তাহলে এত কিছু হতো না। আর এদিকে দেখা যাচ্ছে 2017 সালের প্রাইমারি চাকরিপ্রার্থীরাও 2017 সালে আবেদন করেছে , 2021 শেষ হয়ে যাচ্ছে এখনো রেজাল্ট এর কোন খবর নেই, নিয়োগ প্রক্রিয়া কবে হবে সেটা তো পরের কথা।
WB TET Result 2017 Date, www.wbbpe.org.পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2017 রেজাল্ট ডেট CLICK HERE