পশ্চিমবঙ্গে আবারো হতে যাচ্ছে নতুন করে এ প্রাইমারি টেট পরীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার অবসান এর পর অবশেষে 2017 সালের প্রাইমারি টেট এর রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বেরোনোর পর রাজ্য সরকার স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে জানিয়ে দিয়েছেন যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রেজাল্ট বের করেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে 2022 এ আবারো প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অতি শীঘ্রই 2017 সালের প্রাইমারি টেট এর ফল প্রকাশ করে আবারো 2022 সালের মার্চ মাসের মধ্যে নতুন করে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই 10 জানুয়ারি 2017 প্রাইমারি টেট এর ফল প্রকাশ করেছে যেখানে পাশের সংখ্যা খুবই সামান্য। তাই রাজ্যে প্রাইমারি শিক্ষক এর অসংখ্য শূন্য পদ রয়েছে এবং এই শূন্য পদের সংখ্যা পূরণ করতে আবারো 2022 সালের 31 মার্চের মধ্যেই নতুন করে আবার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে।
এবছর 2022 এর জন্য প্রাইমারি টেটের নতুন ফরম ফিলাপ হবে সেখানে d.el.ed চাকরি প্রার্থীর সঙ্গে সঙ্গে b.ed চাকরিপ্রার্থীরাও প্রাইমারি টেট পরীক্ষায় বসার সুযোগ পাবে। NCTE নিয়ম অনুযায়ী এ বছর নতুন করে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে এবং NCTE গাইডলাইন ফলো করেই নতুন টেট পরীক্ষা নেওয়া হবে। এবছর d.el.ed ও b.ed মিলিয়ে প্রায় 10 লক্ষ চাকরিপ্রার্থী প্রাইমারি টেট পরীক্ষায় বসবে। নতুন প্রাইমারি টেটে বসতে গেলে আপনাকে উচ্চমাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে। আপনি যদি রিজাভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ SC/ST/OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে 45% নাম্বার পেলেও প্রাইমারি টেট পরীক্ষায় বসতে দেওয়া হবে।
আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষায় বসতে চান তাহলে আপনাকে 5 টি বিষয়ের উপর mcq টাইপ এর পরীক্ষা দিতে হবে। পাঁচটি বিষয় হলো- বাংলা, ইংরেজি, অংক, পরিবেশ ও শিশু মনস্তত্ত্ব । আপনি যদি পশ্চিমবঙ্গের নতুন প্রাইমারি টেট পরীক্ষায় বসতে চান তাহলে অবশ্যই আপনি নিচের দেওয়া লিংকে ক্লিক করে প্রাইমারি টেট এর সিলেবাস টি বিস্তারিতভাবে জেনে নিতে পারেন।
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর সিলেবাস টি বিস্তারিতভাবে জানতে এখানে ক্লিক করুন।
এখনো অফিশিয়াল নোটিফিকেশন না বেরোলে সঠিকভাবে বলা যায়না কবে নতুন করে প্রাইমারি টেটের পরীক্ষা হবে। তবে যতদূর অনুমান করা যাচ্ছে এবং বলা হয়েছে প্রত্যেক বছরই নতুন করে পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার কথা কারন এটি NCTE গাইডলাইনে বলা আছে এবং রাজ্য সরকারের এ কথা স্বীকার করেছে বছর বছর রাজ্যে টেট পরীক্ষা নেওয়া হবে। সেই ধারণার উপর ভিত্তি করে বলা যায় 2022 সালের শেষের দিকে প্রাইমারি টেট পরীক্ষা হয়ে যেতে পারে।
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…