WB PRIMARY TET: D.el.ed vs b.ed মামলায় অবশেষে জয় হলো b.ed চাকরিপ্রার্থীরা, b.ed রাও প্রাইমারি টেটে বসতে পারবে

 

D.el.ed vs b.ed মামলায় অবশেষে জয়ী হল b.ed চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যে খারিজ করে দেওয়া হয়েছে d.el.ed চাকরিপ্রার্থীদের মামলাটি। কলকাতা হাইকোর্টের দীর্ঘদিন ধরে কেস চলছিল D.el.ed vs b.ed মামলা নিয়ে যেখানে ডিএলএড চাকরিপ্রার্থীরা জানিয়েছিল প্রাইমারিতে শুধুমাত্র d.el.ed চাকরি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হোক, b.ed দের এখানে অগ্রাধিকার দেওয়া যাবে না। এই মামলার অবশেষে শুনানি হয় যেখানে d.el.ed এই দাবি খারিজ করে দেওয়া হয়। তাই শেষ পর্যন্ত এই মামলায় জয়ী হয় b.ed চাকরিপ্রার্থীরা।

738 শূন্যপদের d.el.ed চাকরিপ্রার্থীদের সংরক্ষণের জন্য কলকাতা হাইকোর্ট এ দাবি জানানো হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টে তরফ থেকে সেই দাবি খারিজ করে দেওয়া হয় এবং যেখানে b.ed দের অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি এই মামলার চারটি ক্যানের শুনানি আগে সম্পন্ন হয়ে গিয়েছে। এবং আজ D.El.Ed CAN 4 খারিজ করা হল। D.El.Ed এর interim order refuse করে দিল আদালত। 

তবে এই কেসের এখনও ফাইনাল শুনানি হয়নি শুধুমাত্র কোর্টের তরফ থেকে কেবল interim order দেওয়া হয়েছে। যেখানে আমরা দেখতে পেয়েছি এই মামলায় যুক্ত হওয়ার জন্য দীর্ঘদিন ধরেই বিএড চাকরিপ্রার্থীরা আবেদন করেছিল। বিচারপতি বিএড চাকরিপ্রার্থীদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং তারাও এই মামলার সঙ্গে পুরোপুরি ভাবে জড়িত হতে পারবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে জানানো হয়েছে যদি কোন b.ed চাকরিপ্রার্থী এই মামলায় যুক্ত হতে চায় তাহলে তাকে দুই সপ্তাহের এফিডেভিট জমা দিতে হবে তাহলে সেই মামলাটি আবার কোর্টে উঠবে।

কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম রাজস্থানের এমন একটি মামলা হয়েছিল যেখানে কিন্তু b.ed চাকরিপ্রার্থীদের খারিজ করে দেওয়া হয়েছিল এবং b.el.ed চাকরি প্রার্থীরা জয়ী হয়েছিল। তবে এখন দেখার বিষয় আমাদের রাজ্যে ফাইনাল রায় কোন দিকে গড়ায়।

Leave a Comment