WB Primary TET Recruitment: সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে পশ্চিমবঙ্গে আবারও প্রাইমারি শিক্ষক ও হাইস্কুলের নিয়োগ

 

কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে একের পর এক প্রাইমারি আপার প্রাইমারি ও হাইস্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আবারো আজ নতুন একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে নার্সারি স্কুল, প্রাইমারি স্কুল ও সেকেন্ডারি স্কুল অর্থাৎ হাই স্কুলে বিভিন্ন বিষয়ে টিচার নিয়োগ করা হবে । আপনি পশ্চিমবঙ্গের যেকোন স্থানের বাসিন্দা হলেই এখানে আপনি আবেদন করার সুযোগ পাবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং স্কুলে চাকরি করা সমস্ত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করুন। এখানে d.el.ed ও b.ed সকলেই আবেদনযোগ্য।


পদের নাম :
এখানে নার্সারি স্কুল, প্রাইমারি ও হাইস্কুলে শিক্ষক নিয়োগ করা হবে।


যেসব বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে:


নার্সারি শিক্ষক
 

নার্সারি বাচ্চাদের পরিচর্যা ও দেখাশোনার জন্য এখানে শিক্ষক নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা :
আপনি যদি এখানে নার্সারি শিক্ষক বা শিক্ষিকা হতে চাইলে বা ওই পদে আবেদন করতে ইচ্ছুক হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও শিক্ষক প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার পাবে। 


প্রাইমারি শিক্ষক(i to v)



প্রাইমারি প্রতিটি বিষয়েই শিক্ষক নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে। এছাড়াও এখানে চাকরি করতে হলে আপনার অবশ্যই d.el.ed বা b.ed ডিগ্রী থাকতে হবে।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে।


SECONDARY SCHOOL (হাই স্কুল) TGT: 

এখানে এখানে মাধ্যমিক স্তরের সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে শিক্ষক হতে চান তাহলেও আপনাকে গ্রাজুয়েশন পাস ও মাস্টার ডিগ্রী পাস থাকতে হবে এবং আপনার অবশ্যই b.ed ডিগ্রী থাকতে হবে।


PGT শিক্ষক

এখানে উচ্চ মাধ্যমিক স্তরে সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে b.ed ডিগ্রী থাকতে হবে।


বেতন:
এখানে আপনাকে আপনার কাজের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত বেতন দেওয়া হবে।


অবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তাহলে আপনাকে Email Id মাধ্যমে আবেদন করতে হবে। Email Id তে আপনার Bio-Data পাঠাতে হবে। WhatsApp এর মাধ্যমেও আপনি Bio-Data পাঠাতে পারেন।


Email ID : 
dikshanwd@gmail.com

WhatsApp Number :9473444358


নিয়োগ পদ্ধতি:
কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে নিয়োগ করা হবে।


ইন্টারভিউ তারিখ:
এখানে 27-02-2022 তারিখে সকাল 10 হইতে ইন্টারভিউ শুরু হবে।


ইন্টারভিউ স্থান:
Amber Residence, Hill Cart Road, Siliguri.

Leave a Comment