দীর্ঘ তালবাহানা ও নানান ঝুট ঝামেলার পর ও বিভিন্ন আইনে জটিলতা কাটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের ২০২২ এ আবারও নতুন করে প্রাথমিক টেট পরীক্ষা হতে যাচ্ছে। প্রাথমিক টেট পরীক্ষার দিন তারিখ জানানো হলো এবং কবে প্রাথমিক টেট পরীক্ষা হবে, কতজন প্রাথমিক টেট পরীক্ষা দিতে পারবে, নিয়োগ কবে হবে সমস্ত কিছুই জানা গিয়েছে। পর্ষদ সভাপতি স্পষ্টই জানিয়ে দিয়েছেন এবছরের নতুন করে টেট পরীক্ষা হবে এবং সমস্ত চাকরি প্রার্থীরাই অর্থাৎ যারা শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করে রয়েছেন প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। স্বভাবতই এ বছর NCTE নিয়ম অনুযায়ী পরীক্ষার সম্পূর্ণ হবে এবং ডিএলএড ও বিএড সমস্ত চাকরিপ্রার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যারা ২০২২ এ নতুন করে প্রাথমিক টেট পরীক্ষা দিতে যাচ্ছেন বা যারা টেট পরীক্ষায় পাশ করে আছেন তাদের সকলের জন্যই নতুন করে বিশাল বড় সুখবর।
নানান বিতর্ক ও চাকরিপ্রার্থীদের আন্দোলন চলাকালীন এই প্রাথমিক বোর্ডের সভাপতি গৌতম পাল প্রেস কনফারেন্স করেন এবং যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ২০২২ সালের মধ্যেই আবারো নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা হবে এবং বছর বছর টেট পরীক্ষা নেওয়া হবে। জানানো হয়েছে দুর্গা পুজোর পরে নতুন করে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে ঠিক কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কবে এই টেট পরীক্ষা নেওয়া হবে সে ব্যাপারেও স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।
প্রতি বছর বছর প্রচুর পরিমাণে চাকরিপ্রার্থী শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন কিন্তু রাজ্য পূর্ব পদ্ধতি অনুযায়ী দীর্ঘদিন পরপর শিক্ষক নিয়োগ করা হতো। অবশেষে এই নিয়মের বদলি করতে চলেছে এবং যারা যারা শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রতিবছর বছর শিক্ষক হওয়ার বা প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে পর্ষদের তরফ থেকে।
কবে হবে নতুন প্রাইমারি টেট পরীক্ষা?
পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন সমস্ত আইনি জটিলতা কাটিয়া এবং নিয়ম মেনে স্বচ্ছতার ভিত্তিতে পুজোর পরে নতুন করে প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে। তবে পুজোর পরে তো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে বোঝা গেল কিন্তু ঠিক কবে পরীক্ষা হবে তা নিয়ে চাকরিপ্রার্থীদের মনে সংশয় ও গুঞ্জন তৈরি হয়েছিল অবশেষে সেই সংশয়ের দূর করে তিনি জানিয়েছেন পূজো শেষ হওয়ার পরেই চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার এক থেকে 2 মাসের মধ্যেই অর্থাৎ 11 ডিসেম্বর অথবা 18 ই ডিসেম্বর এই দুটি ডেটের যেকোনো একটিতে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। তবে নতুন করে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তিতেই জানিয়ে দেওয়া হবে প্রাথমিক টেট পরীক্ষার দিনক্ষণ এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সে ব্যাপারেও।
WB Primary TET 2022: অবশেষে পশ্চিমবঙ্গে 20 হাজার শূন্য পদে প্রাথমিক টেটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
সামনে দুর্গাপূজো আর দুর্গ পুজোর আগেই বিরাট বড় ঘোষণা হয়ে গেল রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য তাই আকাশে বাতাসে খুশির হওয়া চাকরি প্রার্থীদের। তবে যাই হোক রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ঘোষণা করা হয়েছে প্রতি বছর বছর নিয়ম মেনে টেট পরীক্ষা নেওয়া হবে যার ফলে উপকৃত হবে রাজ্যের বহু চাকরি প্রার্থী আর রাজ্যবাসীর জন্য এর থেকে বড় সুখবর কি হতে পারে।
যারা ২০১৭ প্রাইমারি টেট পরীক্ষায় পাস করে রয়েছে তাদেরও নিয়োগ প্রক্রিয়া সম্ভবত সম্পূর্ণ করা হবে দুর্গা পুজোর পরেই এবং এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেই নতুন যে টেট পরীক্ষা নেওয়া হবে তার নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন করে দেওয়া হবে।