WB Teacher Recruitment 2021-22: পশ্চিমবঙ্গের স্কুলে সরাসরি শিক্ষক নিয়োগ

 

আবারো পশ্চিমবঙ্গের স্কুলে সরাসরি শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি স্কুলে শিক্ষক হতে চান এবং শিক্ষক হওয়ার জন্য সমস্ত ডিগ্রী অর্জন করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গের স্কুলে নিয়োগ হতে যাচ্ছে শিক্ষক। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সরকার পোষিত বিভিন্ন হাই স্কুলে। আপনি যদি এখানে চাকরি পান তাহলে আপনি সম্পূর্ণ এসএসসি সমতুল্য মর্যাদা পাবেন । আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেখান থেকে জেনে নিতে পারেন।


পদের নাম:
বিভিন্ন বিষয়ের শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ।


যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ হবে:
এখানে দুটি বিভাগের শিক্ষক নিয়োগ করা হবে।

  • প্রথমত, বিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগ
  • দ্বিতীয়ত, ফিজিক্যাল এডুকেশন শিক্ষক নিয়োগ


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি বিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করতে চান তাহলে আপনাকে বিজ্ঞান(Pure Science)নিয়ে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার B.ED ডিগ্রি থাকতে হবে।

আপনি যদি ফিজিক্যাল এডুকেশন বিষয়ক শিক্ষকতা করতে চান তাহলে আপনাকে ওই বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে এবং গ্রাজুয়েশন বা post-graduation আপনার ওই বিষয়ের উপর অনার্স বা ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে থাকলেও আপনি চান্স পাবেন। অথবা আপনি যদি NCTE স্বীকৃত কোন জায়গা থেকে B.P.ED কোর্স করে থাকেন তাহলে আপনি এখানে শিক্ষকতা করার সুযোগ পাবেন।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি রিজাভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী আপনি বয়সের ছাড় পাবেন।


বেতন :
ROPA 2019 অনুযায়ী যে বেতন কাঠামো আছে আপনাকে ঠিক সেরকম বেতন দেওয়া হবে ।



নিয়োগ স্থান:
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে নিয়োগ করা হবে নিচের এই স্কুলে।


RAJIBPUR Holy Cross Girls’ High School(H.S.), P.O. Rajibpur, P.S. Gangarampur, Dist.-Dakshin Dinajpur, Pin-733124, WB, Mob.- 9434425491 recognized, fully Govt. aided Christian Minority Bengali Medium Girls’ Higher Secondary School.


আবেদন পদ্ধতি : 
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে এই স্কুলের সেক্রেটারি এর কাছে আবেদনপত্রটি জমা করতে হবে। আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও তার সঙ্গে আপনার আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স করে স্বপ্রত্যায়িত করে জমা করতে হবে। আপনি পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্রটি জমা করতে পারেন। আপনি যদি আবেদনপত্রটি জমা করতে চান তাহলে উপরের ঐ ঠিকানায় আবেদনপত্রটি জমা করতে হবে।


আবেদন পত্রের সঙ্গে জমা করবেন : 
আপনি যদি চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার নাম্বার সহ আপনার ফটোকপি আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জেরক্স করে উপরিক্ত ঠিকানায় জমা করতে হবে।

বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE
এই আবেদনপত্রটি প্রথম প্রকাশিত হয়েছে এই সময় পত্রিকায় 08.12.2021 তারিখে।
bengalpravakar.com

Recent Posts

2022 প্রাইমারি টেট উত্তীর্ণদের নিয়োগের বিশাল বড় আপডেট, তবে কি ৫০ হাজার নিয়োগ হতে চলেছে? WB Primary TET Recruitment

পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…

1 day ago

পশ্চিমবঙ্গ সরকার বেকারদের 1 লক্ষ টাকা করে দিচ্ছে গাড়ি কেনার জন্য | WB Govt GatiDhara Prakalpa

পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…

5 days ago

খাদ্য দপ্তরে 4132 শূন্য পদে কর্মী নিয়োগ | FCI Job Recruitment 2024

খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…

3 weeks ago

পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট নিয়ে বিশাল বড় সুখবর, আবারো নিয়োগ হবে, আবারও টেট হবে | WBBPE Primary TET Recruitment

প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…

3 weeks ago

সুখবর! দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে

দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…

4 weeks ago

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চেয়েও বড় এক প্রকল্পের মাধ্যমে মাসিক অনুদান দিচ্ছে রাজ্য সরকার | Govt New Scheme

এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…

2 months ago