WB Teacher Recruitment 2022: অবশেষে সুখবর, পশ্চিমবঙ্গের প্রাইমারি ও হাইস্কুলে সরাসরি শিক্ষক নিয়োগ

 

পশ্চিমবঙ্গের প্রাইমারি, আপার প্রাইমারি ও হাইস্কুলের প্রচুর পরিমাণে সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ইতিমধ্যেই এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 23 মার্চ 2022 তারিখ পর্যন্ত । আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং স্কুলে চাকরি করতে চান তাহলে আপনি এখানে চাকরি করতে পারেন। এখানে চাকরি করতে হলে আপনাকে কোন রকম WB TET পরীক্ষা বা WBSSC পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গে শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে এখানে চাকরির বিরাট বড় সুযোগ রয়েছে আপনার জন্য। এখানে চাকরি করতে হলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নেবেন।


এখানে যেসব পদে শিক্ষক নিয়োগ করা হবে:

1.Arabic – 2 Posts 

2.English -2 Posts

3.Bengali -1 Posts

4.Math -2 Posts

5.Science – 2 Posts 

6.Geography – 1 Posts

7.History – 2 Posts


প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলের শিক্ষাগত যোগ্যতা

এখানে প্রাইমারি বা আপার প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে গেলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে এবং আপনার d.el.ed বা b.ed ট্রেনিং থাকতে হবে।


হাই স্কুলের শিক্ষক শিক্ষাগত যোগ্যতা

এখানে হাই স্কুলে শিক্ষকতা করতে গেলে আপনাকে উক্ত বিষয়ে গ্রাজুয়েশন পাস অথবা পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে এবং আপনার অবশ্যই b.ed ট্রেনিং থাকতে হবে।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদনের ফরমেট দেওয়া আছে সেই ফরমাটে আপনারা আবেদনপত্রটি তৈরি করে সেটি প্রিন্ট আউট করবেন তারপর ভালো করে ফিলাপ করে এর সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
Uttar Dinajpur District Minority Bhavan, Karnojora, 733130


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 02/03/2022 তারিখে এবং আবেদন চলবে 17/03/2022 তারিখ পর্যন্ত।


ইন্টারভিউ এর তারিখ:
এখানে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে 23 মার্চ 2022 তারিখে দুপুর 12 টা থেকে।


ইন্টারভিউ এর তারিখ:
এখানে চাকরি করতে হলে আপনাকে ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে 10 মার্চ 2022 তারিখে।


আবেদনপত্রের সঙ্গে ও ইন্টারভিউ দিনে যে সব ডকুমেন্টস নিয়ে যাবেন:

1.মাধ্যমিকের এডমিট কার্ড

2.সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

3. পাসপোর্ট সাইজের ফটো

4. b.ed অথবা d.el.ed সার্টিফিকেট

5. আধার কার্ড অথবা ভোটার কার্ড

6. অন্যান্য

আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনার নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করলেই ভালো করে জেনে যেতে পারবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

Leave a Comment