WBBSE: পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে সরাসরি শিক্ষক নিয়োগ | WB Hight School Teacher Recruitment

 

আবারো পশ্চিমবঙ্গের সরকারি পোষিত বাংলা মিডিয়াম স্কুলে সরাসরি সমস্ত বিষয় পার্ট টাইম শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাই স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে এখানে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা পদে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের সকল বাসিন্দাই এখানে আবেদন করতে পারবেন। নিচে অফিশিয়াল নোটিফিকেশন আছে যেটার ডাউনলোড করে আপনার বিস্তারিত জেনে নিতে পারবেন । এখানে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে।


এখানে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে:

  1. বাংলা
  2. ইংরেজি
  3. ইতিহাস
  4. ভূগোল
  5. রাষ্ট্রবিজ্ঞান
  6. সংস্কৃতি
  7. দর্শন
  8. পিওর সাইন্স

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতন

এখানে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে। একে একে প্রতিটি বিষয়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা, বেতন ও বয়স সম্পর্কে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হলো।

1. পদের নাম : বাংলা শিক্ষক


যোগ্যতা 
: বাংলা বিষয়ে গ্রাজুয়েশন পাস বা মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে এবং সঙ্গে বিএড করা থাকলে আবেদন করা যাবে।

বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন
 :সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় তেমন বেতন দেওয়া হবে ।

পদের নাম : ইংরেজি শিক্ষক


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতে গেলে ইংরেজিতে গ্রাজুয়েশন পাস(B.A) অথবা মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে।

বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন
 :সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় টিক তেমনই দেওয়া হবে ।

পদের নাম : ইতিহাস শিক্ষক


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে ইতিহাস বিষয়ে শিক্ষকতা করতে গেলে ইতিহাসের উপর গ্রাজুয়েশন পাস অথবা মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে।

বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন
 :সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় তেমন বেতন দেওয়া হবে ।


পদের নাম : ভূগোল শিক্ষক


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে ভূগোল বিষয়ে শিক্ষকতা করতে গেলে ভূগোল বিষয়ের এর উপর গ্রাজুয়েশন পাস অথবা মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে।

বয়স
: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন
 :সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় তেমন বেতন দেওয়া হবে ।

পদের নাম : দর্শন শিক্ষক


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে দর্শন বিষয়ে শিক্ষকতা করতে গেলে দর্শন বিষয়ের এর উপর গ্রাজুয়েশন পাস অথবা মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে।

বয়স
: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন
 :সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় তেমন বেতন দেওয়া হবে ।

পদের নাম : রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করতে গেলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এর উপর গ্রাজুয়েশন পাস অথবা মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে।

বয়স
: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন
 :সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় তেমন বেতন দেওয়া হবে ।

পদের নাম : সংস্কৃতি শিক্ষক


শিক্ষাগত যোগ্যতা
: আপনাকে সংস্কৃতি বিষয়ে শিক্ষকতা করতে গেলে সংস্কৃতি বিষয়ের এর উপর গ্রাজুয়েশন পাস অথবা মাস্টার ডিগ্রি বা MA পাস করতে হবে সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে।

বয়স
: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন
 :সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় তেমন বেতন দেওয়া হবে ।

পদের নাম : পিওর সাইন্স শিক্ষক


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে পিওর সাইন্স বিষয়ে শিক্ষকতা করতে গেলে পিওর সাইন্স বিষয়ের এর উপর গ্রাজুয়েশন পাস (B.SC) অথবা মাস্টার ডিগ্রি বা M.SC পাস করতে হবে সঙ্গে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে।

বয়স
: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন
 :সরকারি নিয়ম ROPA 2019 অনুসারে যে বেতন দেওয়া হয় তেমন বেতন দেওয়া হবে ।


আবেদন পদ্ধতি
: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে বায়ো ডাটা বানিয়ে তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নিচের দেওয়া স্কুলের ঠিকানাই পাঠাতে হবে

Kumirmari High School


Vill+P.O.-Kumirmari,Via-Chotomollakhali,P.S.-Gosaba.
Dist- South 24 Pargana, Pin-743370


আবেদনের শেষ তারিখ:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 3 জানুয়ারি 2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করুন।

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment