Wbbse Recruitment 2022: পশ্চিমবঙ্গের স্কুলে সমস্ত বিষয় সরাসরি শিক্ষক নিয়োগ | সরাসরি আবেদন করলেই চাকরি

 

Wbbse Recruitment 2022: একের পর এক পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে স্কুলে সমস্ত বিষয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে । ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রচুর স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবারও পশ্চিমবঙ্গের স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয়ে এখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে এটি আপনার জন্য অবশ্যই দারুন একটি সুখবর।এখানে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। আপনি যদি এখানে শিক্ষকতা করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নিন।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতন

এখানে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে। একে একে প্রতিটি বিষয়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা, বেতন ও বয়স সম্পর্কে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হলো।

পদের নাম : ইংরেজি শিক্ষক (English Teacher)


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতে গেলে ইংরেজিতে গ্রাজুয়েশন পাস করতে হবে সঙ্গে আপনার b.ed বা d.el.ed ডিগ্রি থাকতে হবে।


বয়স:
এখানে শিক্ষকতা করতে গেলে আপনার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


বেতন
: এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রিতে দিয়ে প্রতিবছর আপনাকে এক লক্ষ(100000/-) টাকা করে বেতন দেওয়া হবে।


পদের নাম :
বাংলা শিক্ষক(Bengali Teacher)


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে বাংলা বিষয়ে শিক্ষকতা করতে গেলে বাংলাতে গ্রাজুয়েশন পাস করতে হবে সঙ্গে আপনার b.ed বা d.el.ed ডিগ্রি থাকতে হবে।


বয়স:
এখানে শিক্ষকতা করতে গেলে আপনার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


বেতন:
এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রিতে দিয়ে প্রতিবছর আপনাকে এক লক্ষ(100000/-) টাকা করে বেতন দেওয়া হবে।

পদের নাম : অংক শিক্ষক(Math Teacher)


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে অংক বিষয়ে শিক্ষকতা করতে গেলে অংকে গ্রাজুয়েশন পাস করতে হবে সঙ্গে আপনার b.ed বা d.el.ed ডিগ্রি থাকতে হবে।


বয়স:
এখানে শিক্ষকতা করতে গেলে আপনার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


বেতন:
এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রিতে দিয়ে প্রতিবছর আপনাকে এক লক্ষ(100000/-) টাকা করে বেতন দেওয়া হবে।

পদের নাম : জীবন বিজ্ঞান শিক্ষক(Life Science Teacher)


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে জীবন বিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করতে গেলে Biology বিষয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে সঙ্গে আপনার b.ed বা d.el.ed ডিগ্রি থাকতে হবে।


বয়স
: এখানে শিক্ষকতা করতে গেলে আপনার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


বেতন:
এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রিতে দিয়ে প্রতিবছর আপনাকে এক লক্ষ(100000/-) টাকা করে বেতন দেওয়া হবে।

পদের নাম : ভৌত বিজ্ঞান(Physical Science Teacher)


শিক্ষাগত যোগ্যতা:
আপনাকে ফিজিক্স বিষয়ে শিক্ষকতা করতে গেলে ফিজিক্সে গ্রাজুয়েশন পাস করতে হবে সঙ্গে আপনার b.ed বা d.el.ed ডিগ্রি থাকতে হবে।


বয়স:
এখানে শিক্ষকতা করতে গেলে আপনার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


বেতন
: এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রিতে দিয়ে প্রতিবছর আপনাকে এক লক্ষ(100000/-) টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি:
এখানে আবেদন করতে চাইলে আপনাকে সুন্দর একটি বায়ো ডাটা বানিয়ে সেটি স্কুলের ইমেইল আইডিতে ইমেইল করে পাঠাতে হবে অথবা আপনারা স্কুলের ফোন নাম্বারে ফোন করে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন।

Email ID
– terai.tis@gmail.com


আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন-
9735061656/7586909494


আবেদনের শেষ তারিখ:
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জানুয়ারি 2022 তারিখে, বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার 10-12 দিনের মধ্যে অর্থাৎ 12 থেকে 15 তারিখের মধ্যে আপনাকে বায়োডাটা জমা দিতে হবে।


নিয়োগ স্থান:
Dudhajote, Kharibari, Darjeeling, 734427


School website
: www.tisschool.com

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment