আপনারা সকলেই জানেন গোটা পশ্চিমবঙ্গে জুড়ে 26শে সেপ্টেম্বর 2021 পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর পরীক্ষা হয়। প্রচুর ছাত্র-ছাত্রী এই কনস্টেবল এর পরীক্ষা দিয়েছে কিন্তু অনেকেই এই পরীক্ষার উত্তরপত্র এখনো মিলাতে পারিনি তাই সকলের মনে এখন একটাই প্রশ্ন এই পরীক্ষার CUT OFF কত আসবে। WBP পুলিশ কনস্টেবল এর সমস্ত ধরনের প্রশ্নের উত্তর এই আর্টিকেলটি মাধ্যমে সম্পূর্ণরূপে আলোচনা করা হবে।
আপনি যদি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2021 এর পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই জানা দরকার এই পরীক্ষার কাট অফ কত আসবে এবং আপনি কি রকম পরীক্ষা দিয়েছেন তা জানার জন্য আপনাকে অবশ্যই Answer Key মিলাতে হবে। আপনি যদি আপনার প্রশ্নের উত্তরপত্র টিনা মিলিয়ে থাকেন তাহলে আগে উত্তরপত্রটি মিলিয়ে নিন এবং তারপর আপনি অনুমান করতে পারবেন আপনি এই এই পরীক্ষায় পাশ করার জন্য উপযুক্ত কিনা।
প্রথমে আপনারা WBP পুলিশ কনস্টেবল 2021 এর উত্তরপত্রটি আপনি নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমেই আপনি যে সব অ্যানসার করেছেন তার উত্তরগুলো মিলিয়ে নেন, তারপরে আপনি কত পাচ্ছেন সেটা বিবেচনা করুন এবং তারপরেই কাট অফ মার্কস দেখে নিন এর মধ্যে আপনার নাম্বার রয়েছে কিনা।
Name of Exam | WBP Police Constable |
Recruitment | WB Police |
Exam Mood | Offline |
Category | CUT OFF Marks & Answer Key |
DOWNLOAD ANSWER KEY | CLICK HERE |
Official Website | http://wbpolice.gov.in/ |
Category | Expected CUT OFF Marks (Male) | Expected CUT OFF Marks (Female) |
---|---|---|
General(UR) | 32-37 | 28-33 |
OBC-B | 30-35 | 25-30 |
OBC-A | 28-33 | 22-27 |
SC | 25-30 | 20-25 |
ST | 23-28 | 18-23 |
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…