রাজ্যের মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আরও এক দুর্দান্ত নিয়োগের সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যতগুলি দপ্তর রয়েছে তার মধ্যে সবচাইতে বড় দপ্তর হল পাবলিক সার্ভিস কমিশন (PSC)। আর এবারে এই পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকেই রাজ্যের ফুড ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যক গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এবং সেখানে জানান হয়েছে যে এক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্যপদে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। আর যেহেতু সারা রাজ্য জুড়ে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তাই পশ্চিমবঙ্গের ২৫টি জেলা থেকেই নির্ধারিত যোগ্যতার নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদনের যোগ্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থা:-
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ কার্যের মধ্য দিয়ে Subordinate Food and Supplies Service এর অধীনে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের নাম:-
এক্ষেত্রে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে WBPSC এর তরফে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তা হল Sub-Inspector।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে।
বয়সসীমা:-
এক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা নির্ধারন করা হয়েছে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত। তবে নিয়মানুযায়ী SC, ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পত্র জমা দেওয়ার পদ্ধতি:-
WBPSC এর পক্ষ থেকে প্রকাশিত উল্লেখিত শূন্যপদে অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in এ গিয়ে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, ই-মেইল আইডি, ফোন নাম্বার সহ বাকি সব প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই আবেদন হয়ে যাবে। এবং আবেদন প্রক্রিয়ার শেষে পূরন করা আবেদন পত্রের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদনের সময় যে সব ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
• বয়সের প্রমানপত্র যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট।
• সচিত্র পরিচয় পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স।
• শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র যেমন মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট। এছাড়াও যদি আরও কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট।
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
• রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
• আবেদনকারীর নিজস্ব সিগনেচার।
নিয়োগ পদ্ধতি:-
এক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্যপদে কি পদ্ধতিতে কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগে ফাইনাল নোটিফিকেশন প্রকাশ করে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের সময়সীমা:-
এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। তবে খুব শীঘ্রই WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু করার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে বলে সরকার সূত্রে জানানো হয়েছে।
MORE JOB NEWS: CLICK HERE