রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর মাধ্যমে রাজ্যের ফুড ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ হতে চলেছে। এই মর্মে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের অন্তর্গত ২৫ টি জেলা থেকেই পুরুষ মহিলা উভয় বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে এও জানানো হয়েছে যে এখানে সংশ্লিষ্ট শূন্যপদে নিযুক্ত কর্মীদের মাসিক মোটা অংকের বেতন প্রদান করা হবে। সুতরাং রাজ্যের যে সমস্ত বেকার চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদ টির নাম ও আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে আগ্ৰহী তারা শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ুন।
আবেদন পত্র জমা দেওয়ার পদ্ধতি:-
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পক্ষ থেকে প্রকাশিত হওয়া সংশ্লিষ্ট শূন্যপদটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সংশ্লিষ্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in এ প্রবেশ করতে হবে। তারপর সেখানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার সহ বাকি সব প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করতে হবে। পরবর্তী ধাপে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত পরিমাণ আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
আবেদন মূল্যের পরিমাণ:-
আবেদন মূল্য হিসেবে সাধারণ ও OBC শ্রেনীর প্রার্থীদের ২১০ টাকা করে ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিতে হবে। এছাড়াও তারা অফলাইনের মাধ্যমেও আবেদন মূল্য জমা দিতে পারেন। সেক্ষেত্রে তাদেরকে তাদের নিকটবর্তী পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের শাখায় গিয়ে ডিমান্ড ড্রাফ্ট এর মাধ্যমে সেই আবেদন মূল্য জমা দিতে হবে। তবে এক্ষেত্রে SC, ST প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না। তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি:-
WBPSC এর তরফে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী সকল প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
গুরুপূর্ন ডকুমেন্টস:-
আবেদনের ক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-
* মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
* আধার কার্ড বা ভোটার কার্ড।
* সকল শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।
* কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
* ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
* আবেদনকারীর নিজস্ব সিগনেচার ও রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
শূন্যপদের নাম:-
এই নিয়োগ কার্যের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের ফুড ডিপার্টমেন্টে কর্মী নেওয়া হবে। সেক্ষেত্রে Diarector of Horticulture পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সের মাপদন্ড:-
উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স হওয়া দরকার ১/০১/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে।
বেতনক্রম:-
উক্ত পদের জন্য নির্বাচিত কর্মীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১,২৩,১০০-১,৯১,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতার মাপদন্ড:-
Diarector of Horticulture পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Horticulture এ ফার্স্ট ক্লাস পেয়ে ব্যাচেলর ডিগ্ৰি ও সেকেন্ড ক্লাস পেয়ে মাস্টার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। অথবা Horticulture এ সাধারণ ভাবে ব্যাচেলর ডিগ্ৰি ও ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার ডিগ্ৰি Complete করে থাকতে হবে।
আবেদনের সময়সীমা:-
এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল আগামী ২৫/০৫/২০২৩ থেকে খুলবে। এবং তা খোলা থাকবে আগামী ১৫/০৬/২০২৩ পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হল ১৫/০৬/২০২৩। এবং অফলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হল ১৬/০৬/২০২৩।
OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…