পশ্চিমবঙ্গে WBPSC মাধ্যমে প্রচুর পরিমাণে গ্রুপ সি গ্রুপ ডি সহ আরো অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে । দীর্ঘ প্রতীক্ষার অবসান এর পর অবশেষে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের WBPSC কর্মী নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়া। এখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি বাসিন্দাই এখানে আবেদন করার সুযোগ পাবেন। এখানে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যেই এর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি এখানে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল যেগুলো ভালো করে জেনে নেবেন।
এখানে চাকরির দক্ষতা: আপনি যদি পশ্চিমবঙ্গে WBPSC মাধ্যমে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রথমত পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আপনাকে বাংলা ভাষায় পড়তে লিখতে ও কথা বলতে জানতে হবে।
পদের নাম: WBPSC মাধ্যমে এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি ও গ্রুপ এ ।
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোন শাখায় শুধু মাত্র গ্রাজুয়েশন পাস হতে হবে। গ্রাজুয়েশন পাস হলেই আপনি প্রতিটি পদের জন্য আবেদন যোগ্য।
বয়স: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 21 থেকে 36 বছরের মধ্যে। আপনি যদি সংরক্ষিত প্রার্থী হন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী আপনি বয়সের ছাড় পাবেন। এখানে ওবিসি চাকরিপ্রার্থীরা অতিরিক্ত তিন বছর বয়সের ছাড় পাবেন এবং SC/ST চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 5 বছর বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি চাইলে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি যেভাবে আবেদন করবেন step-by-step আলোচনা করা হলো-
Step-1: প্রথমে আপনাকে WBPSC অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল- wbpsc.gov.in
Step-2: এরপর আপনাকে রেজিস্ট্রেশন লিংক এ ক্লিক করতে হবে।
Step-3: আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এপ্লাই অনলাইন লিংকে ক্লিক করতে হবে।
Step-4: এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম টি খুলে যাবে সেটি ভালোভাবে আপনার সমস্ত ডিটেলস দিয়ে পূরণ করতে হবে।
Step-5: এরপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনার ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
Step-6: আপনি যদি জেনারেল candidate’s হন তাহলে আপনাকে এপ্লিকেশন ফি জমা দিতে হবে। রিজাভ ক্যাটাগরির প্রার্থী হলে এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে না।
Step-7: অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনপত্রটি সাকসেস হয়ে যাবে এবং আপনি আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 3 মার্চ 2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 24 মার্চ 2022 তারিখ পর্যন্ত।
আবেদন মূল্য: এখানে জেনারেল ও ওবিসি চাকরি প্রার্থীদের জন্য আবেদন মূল্য হিসেবে 210 টাকা দিতে হবে। অন্যান্য চাকরিপ্রার্থীদের(SC,ST,PWD) কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে লিখিত পরীক্ষা( প্রিলি ও মেন) ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনি সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে ভাল করে পড়ুন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি: ডাউনলোড করুন
সরাসরি আবেদন করুন: রেজিস্ট্রেশন করুন
OFFICIAL WEBSITE: CLICK HERE
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…