পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণ, শিক্ষক নিয়োগ হবে বেসরকারি ভাবে| WB PPP MODEL

 

এতদিন ধরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ছিল সরকারের দখলে। এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে আমূল পরিবর্তন । এবার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণ হতে যাচ্ছে। আর সরকারি থাকবেনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। এক্ষেত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণ হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটবে এমনটাই মনে করছে অভিজ্ঞমহল। ইতিমধ্যে রাজ্য সরকারের রিপোর্টে দেখা যাচ্ছে 2011 সাল থেকে রাজ্য শিক্ষাব্যবস্থা পরিকাঠামো উন্নতি করা ও অন্যান্য শিক্ষাগত সুবিধা দেওয়ার ফলে রাজ্যে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীর নথিভুক্তির সংখ্যা 11.8 লক্ষ থেকে 16.1 লক্ষে পৌঁছেছে।

এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে রাজ্য যেটি হল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ PPP মডেল। এর মাধ্যমে রাজ্য সরকার প্রাইভেট সংস্থার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করবে। যার ফলে বেসরকারি সংস্থা শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করবে যেখানে রাজ্য সরকার বিনিয়োগকারীকে জমি ও অন্যান্য পরিকাঠামো প্রদান করবে। এই নীতিতেই এখন থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ভাবা হচ্ছে।

এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের যেমন পড়াশোনার উন্নতি হবে তেমনি শিক্ষক-শিক্ষিকারা স্কুল ফাঁকি দিতে পারবে না। যেকোনো কিছু বেসরকারিকরণ হলেই সেখানে সরকারিকরণের যে সুবিধা পাওয়া যায় তার থেকে অনেকটা চাপ বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে শিক্ষকের বেতন পাবে সরকারি পরিকাঠামো অনুযায়ী কিন্তু কাজের চাপ বৃদ্ধি পাবে বহুগুণে।

এবার রাজ্য সরকার বেসরকারি সংস্থার সঙ্গে মিলিত ভাবে বিনিয়োগ করবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। এর ফলে রাজ্যের শিক্ষাব্যবস্থা অনেকাংশেই উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই নীতি চালু হওয়ার আগেই রাজ্যের শিক্ষক মহলের মধ্যে তুমুল বিতর্ক ও অসন্তোষ এর প্রকোপ দেখা দিচ্ছে। এই নীতি সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন রাজ্য সরকারের অফিশিয়াল নোটিফিকেশন থেকে যার লিংক নিচে দেওয়া হল।

OFFICIAL NOTICE : CLICK HERE

Leave a comment